পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Diljit Dosanjh Trolled: জাতীয় পতাকা অসম্মানের অভিযোগে ট্রলড দিলজিৎ, জবাব দিলেন গায়ক - ভুয়ো খবর ছড়িয়ে ট্রলিং করা হল দিলজিৎকে

'জাতীয় পতাকাকে অসম্মান করেছেন গায়ক', এই অভিযোগে দিলজিৎ দোসাঞ্জকে ভুল বুঝে চলল লাগাতার ট্রলিং ৷ এবার পাল্টা একহাত নিলেন গায়কও ৷

Diljit Dosanjh at Trolls
ভুয়ো খবর ছড়িয়ে ট্রলিং করা হল দিলজিৎকে

By

Published : Apr 26, 2023, 4:29 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ তাঁর সোজাসাপটা বক্তব্যের জন্য় প্রায়শই শিরোনামে আসেন ৷ তবে এবার তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা হল সম্পূর্ণ ভুল কারণে ৷ প্রথম পঞ্জাবি গায়ক হিসাবে ক্যালিফোর্নিয়ার কোয়াচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গান গাওয়ার সুযোগ পেয়েছেন দিলজিৎ ৷ সেখানে দ্বিতীয় পারফরম্যান্স চলাকালীন দিলজিতের কিছু কথা শিরোনামে উঠে আসে ৷ সোশাল মিডিয়ার একাংশ সম্পূর্ণ ভুল বুঝে তাঁকে নিয়ে ট্রলিং শুরু করেন ৷ এবার তারই জবাব দিলেন গায়ক-অভিনেতা ৷

আসলে তাঁর পারফরম্যান্স চলাকালীন দিলজিৎ একটি মেয়ের হাতে ভারতের পতাকা দেখে বলে ওঠেন, "ওই মেয়েটি আমার দেশের পতাকা ওড়াচ্ছে ৷ এটা আমার দেশের জন্য় সকলের জন্য় ৷ সঙ্গীত সকলের জন্য় ৷ ঘৃণা ছড়াবেন না ৷" পঞ্জাবি ভাষায় বলা তাঁর এই কথাগুলিকে পুরোপুরি ভুলভাবে অনুবাদ করে কিছু পোর্টাল ৷

কিছু পোর্টালের মতে, জাতীয় পতাকার অসম্মান করেছেন দিলজিৎ ৷ তাঁদের মতে তিনি নাকি বলেছেন, "ঘৃণা ছড়াবেন না ৷ সুর সকলের জন্য় ৷ কোনও একটা দেশের জন্য না ৷" এই বক্তব্য দিলজিতের বলে তাঁকে নিয়ে শুরু হয় তীব্র ট্রোলিং ৷ কেউ কেউ তো এও বলেন, "দিলজিৎ জাতীয় পতাকার জন্য আপনার কোনও শ্রদ্ধা নেই নাকি ৷"

দিলজিৎ কিন্তু তাঁর মন্তব্য পরিষ্কার করে দিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ ভুয়ো খবর রটানো এই সমস্ত মাধ্য়মের বিরুদ্ধে একহাত নিয়ে তিনি লেখেন, " এভাবে ভুয়ো খবর আর নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবেন না ৷ আমি বলেছি এটা আমার দেশের পতাকা এবং আমার দেশের জন্য ৷ অর্থাৎ আমার এই পারফরম্যান্স আমার দেশের জন্য় ৷ যাঁরা পঞ্জাবি বোঝেন না তাঁরা গুগলে চেক করে নিন ৷ কোয়াচেলা মিউজিক ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের মানুষ উপস্থিত হন ৷ আর তাই বলেছি, সঙ্গীত সকলের জন্য় ৷ সত্য়ি কথাকে কীভাবে ব্যাঁকা করে বলতে হয় তা আপনাদের কাছ থেকে শেখা উচিত ৷ "

আরও পড়ুন:'ঐতিহাসিক', প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে উচ্ছ্বসিত আমির

দিলজিৎ শুধু পঞ্জাবের জনপ্রিয় গায়ক এবং অভিনেতাই নন তিনি বেশ পরিচিত মুখ বলিউডেও ৷ তাঁর গানের পাশাপাশি বিভিন্ন বলিউডি ছবি যেমন 'ফিলৌরি', 'সুরমা','ওয়েলকাম টু নিউইয়র্ক', 'অর্জুন পাটিয়ালা'র মতো ছবিতে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'দ্য় ক্রু' ছবিতে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন করিনা, তাব্বু এবং কৃতি স্যাননের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details