পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger Shroff Injury: শ্যুটিং করতে গিয়ে আহত টাইগার শ্রফ ! রক্তাক্ত ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ফ্যানেরা - শ্যুটিং করতে গিয়ে আহত টাইগার শ্রফ রক্তাক্ত ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ফ্য়ানেরা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের পোস্ট করা নতুন ভিডিয়োতে তাঁকে দেখা গেল রক্তাক্ত অবস্থায় (Is Tiger Shroff Injured During Ganapath Shoot ) ৷ যা দেখে ভীষণ আতঙ্কিত হয়েছিলেন ফ্যানেরাও ৷ তবে জানা গিয়েছে এটাও শ্যুটিং ছাড়া আর কিছুই নয় ৷ শ্যুটিংয়ের জন্যই বেশ কিছু প্রস্থেটিকস ব্যবহার করতে হয়েছিল তাঁকে ৷

Is Tiger Shroff Injured During Ganapath Shoot
শ্যুটিং করতে গিয়ে আহত টাইগার শ্রফ? রক্তাক্ত ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ফ্য়ানেরা

By

Published : Jul 2, 2022, 12:04 PM IST

Updated : Jul 2, 2022, 3:32 PM IST

মুম্বই, 2 জুলাই: বলিউড অভিনেতা টাইগার শ্রফ কি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ? তাঁর পোস্ট করা নতুন ভিডিয়ো দেখে এমন আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক ৷ সম্প্রতি তাঁর নতুন ছবির সেট থেকে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা, যা রীতিমতো আলোড়ন তুলেছে সোশাল মিডিয়ায় ৷ বর্তমানে তাঁর নতুন ছবি 'গণপথ: পার্ট 1'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অ্যাকশন হিরো ৷ তবে কি সেই শ্যুটিং চলাকালীনই চোট পেলেন তিনি (Is Tiger Shroff Injured During Ganapath Shoot) ?

কারণ তিনি যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর নাকে এবং কপালে লেগে আছে রক্ত ৷ শুধু তাই নয়, তাঁর বাইসেপেও রয়েছে গভীর আঘাতের চিহ্ন ৷ যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো আঘাত পেয়েছেন অভিনেতা ৷ তবে তাঁদের আশ্বস্ত করে টাইগার লেখেন, "এই সব কিছু থেকে যাবে...আউচ !" এরপর হাসির একটি ইমোজিও শেয়ার করেন তিনি ৷ তবে তাঁর পোস্টটি ভক্তদের আগ্রহও কয়েকগুণ বাড়িয়েছে ৷ স্পষ্টতই বোঝা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর হতে চলেছে তাঁর এই ছবিটিও ৷

আরও পড়ুন :মাহেশের রথের মেলায় হাজির স্বয়ং নিমাই বিষ্ণুপ্রিয়া

প্রস্থেটিকসের সাহায্যে যেভাবে ক্ষত চিহ্ন তৈরি করা হয়েছে টাইগারের শরীরে, তা যে বেশ ভয়াবহ কিছু অ্যাকশন সিকোয়েন্সের ইঙ্গিত দেয় তা বলাই বাহুল্য ৷ 'গণপথ: পার্ট 1' ছবিতে এবার কৃতি শ্য়াননের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টাইগার ৷ আগামী বছর ক্রিসমাসে আসতে চলেছে এই ছবি ৷ একই সময়ে অবশ্য অক্ষয় কুমারের সঙ্গে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতেও দেখা যাবে এই তারকাকে ৷ তাঁর 'হিরোপান্তি 2' বক্স অফিসে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি ৷ ফলত তাঁর এই নতুন ছবি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টাইগারের কেরিয়ারের জন্য় ৷

Last Updated : Jul 2, 2022, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details