মুম্বই, 2 জুলাই: বলিউড অভিনেতা টাইগার শ্রফ কি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ? তাঁর পোস্ট করা নতুন ভিডিয়ো দেখে এমন আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক ৷ সম্প্রতি তাঁর নতুন ছবির সেট থেকে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা, যা রীতিমতো আলোড়ন তুলেছে সোশাল মিডিয়ায় ৷ বর্তমানে তাঁর নতুন ছবি 'গণপথ: পার্ট 1'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অ্যাকশন হিরো ৷ তবে কি সেই শ্যুটিং চলাকালীনই চোট পেলেন তিনি (Is Tiger Shroff Injured During Ganapath Shoot) ?
কারণ তিনি যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তাঁর নাকে এবং কপালে লেগে আছে রক্ত ৷ শুধু তাই নয়, তাঁর বাইসেপেও রয়েছে গভীর আঘাতের চিহ্ন ৷ যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো আঘাত পেয়েছেন অভিনেতা ৷ তবে তাঁদের আশ্বস্ত করে টাইগার লেখেন, "এই সব কিছু থেকে যাবে...আউচ !" এরপর হাসির একটি ইমোজিও শেয়ার করেন তিনি ৷ তবে তাঁর পোস্টটি ভক্তদের আগ্রহও কয়েকগুণ বাড়িয়েছে ৷ স্পষ্টতই বোঝা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর হতে চলেছে তাঁর এই ছবিটিও ৷