হায়দরাবাদ, 30 জুলাই:ব়্যাম্পে আগুন ঝরালেন অভিনেতা ঈশান খাট্টার ও শোভিতা ধুলিপালা ৷ হিন্দু কাউচার উইকে বিখ্যাত ডিজাইনার রোহিত গান্ধি ও রাহুল খান্নার ফ্যাশন শোতে স্টপার ছিলেন ইশান ও শোভিতা । ক্যাটওয়াকে শোভিতা ধুলিপালা হয়ে উঠেছিলেন আদর্শ ডিভা ৷ তিনি ঈশান খাট্টারকে ছাপিয়ে গিয়ে র্যাম্পের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন ৷ তাঁর দিকে তাকাবেন ভেবে শোভিতার জন্য অপেক্ষা করছিলেন ঈশান ৷ তবে অভিনেত্রীর অন্য কিছুই পরিকল্পনা ছিল ।
ভিডিয়ো ভাইরাল: এক পাপারাৎজির শেয়ার করা র্যাম্প ওয়াকের ভিডিয়োতে শনিবার হট পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শোভিতা ৷ দুজনকে একসঙ্গেও বেশ গ্ল্যামারাস দেখিয়েছে ৷ তবে ব়্যাম্পে ঈশানকে যেভাবে উপেক্ষা করেছেন শোভিতা তা নজর কেড়েছে নেটিজেনদের ৷ ভিডিয়োটি আপলোডের সঙ্গে সঙ্গেই মন্তব্য সেকশনে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা ৷
আরও পড়ুন:জ্যাকেটে রণবীরের মুখ, হাবিকে নিয়েই রকি আর রানির প্রেম দেখতে গেলেন দীপিকা