পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sobhita-Ishaan in Ramp Walk: ব়্যাম্পে কি ঈশানকে পাত্তাই দিলেন না শোভিতা ? কী বলছেন নেট নাগরিকরা - শোভিতা ধুলিপালা

Sobhita Dhulipala and Ishaan Khatter in ramp walk: ডিজাইনার রোহিত গান্ধি এবং রাহুল খান্নার শো-এ একজন আল্টিমেট ডিভার অবতারে ধরা দিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ অভিনেতা ঈশান খাট্টার তাঁর সঙ্গে শো-স্টপার হিসাবে যোগ দেন ৷

Sobhita-Ishaan in Ramp Walk
Sobhita-Ishaan in Ramp Walk

By

Published : Jul 30, 2023, 4:35 PM IST

হায়দরাবাদ, 30 জুলাই:ব়্যাম্পে আগুন ঝরালেন অভিনেতা ঈশান খাট্টার ও শোভিতা ধুলিপালা ৷ হিন্দু কাউচার উইকে বিখ্যাত ডিজাইনার রোহিত গান্ধি ও রাহুল খান্নার ফ্যাশন শোতে স্টপার ছিলেন ইশান ও শোভিতা । ক্যাটওয়াকে শোভিতা ধুলিপালা হয়ে উঠেছিলেন আদর্শ ডিভা ৷ তিনি ঈশান খাট্টারকে ছাপিয়ে গিয়ে র‌্যাম্পের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন ৷ তাঁর দিকে তাকাবেন ভেবে শোভিতার জন্য অপেক্ষা করছিলেন ঈশান ৷ তবে অভিনেত্রীর অন্য কিছুই পরিকল্পনা ছিল ​।

ভিডিয়ো ভাইরাল: এক পাপারাৎজির শেয়ার করা র‌্যাম্প ওয়াকের ভিডিয়োতে শনিবার হট পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শোভিতা ৷ দুজনকে একসঙ্গেও বেশ গ্ল্যামারাস দেখিয়েছে ৷ তবে ব়্যাম্পে ঈশানকে যেভাবে উপেক্ষা করেছেন শোভিতা তা নজর কেড়েছে নেটিজেনদের ৷ ভিডিয়োটি আপলোডের সঙ্গে সঙ্গেই মন্তব্য সেকশনে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা ৷

আরও পড়ুন:জ্যাকেটে রণবীরের মুখ, হাবিকে নিয়েই রকি আর রানির প্রেম দেখতে গেলেন দীপিকা

মন্তব্যের ঝড়: একজন ভক্ত লিখেছেন, "যেভাবে শোভিতা ঈশানকে ইগনোর করলেন, আমিও সেভাবেই আমার জীবনের সমস্যাগুলিকে ইগনোর করব ৷" অন্য একজন লিখেছেন, "তাঁকে দেখে মনে হয়েছে যে, রেগে আছেন ৷" আর একজন লিখেছেন, "তাঁরা যখন একসঙ্গে পোজ দিচ্ছিলেন, তখনও ঈশানের দিকে তাকাননি শোভিতা ৷"

ব়্যাম্পে শোভিতা ধুলিপালা

রোহিত ও রাহুলের প্রেজেন্টেশন: শনিবার দিল্লির তাজ প্যালেসে ডিজাইনার জুটির ইকুইনক্স কালেকশন তুলে ধরেন ইশান ও শোভিতা । ইন্ডিয়া কাউচার উইক 2023- এর পঞ্চম দিনে রোহিত গান্ধি এবং রাহুল খান্নার প্রেজেন্টেশন ছিল । এই শোটি 25 জুলাই শুরু হয়েছে এবং 2 আগস্ট পর্যন্ত চলবে ।

কর্মক্ষেত্রে ঈশান ও শোভিতা: কর্মক্ষেত্রে ইশানকে পরবর্তীতে পিপা ও দ্য পারফেক্ট কাপলে দেখা যাবে । অপরদিকে, মেড ইন হেভেনের দ্বিতীয় সিজনে দর্শকরা দেখতে পাবেন শোভিতাকে ।

আরও পড়ুন:লতা মঙ্গেশকরের কালজয়ী গানে ফের উদ্ভাসিত লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল

ABOUT THE AUTHOR

...view details