হায়দরাবাদ, 11 এপ্রিল:সুপারস্টার সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায় ৷ এই ছবি যে একেবারেই সলমনোচিত তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ভাইজান অনুরাগীদের মন মাতানোর জন্য় সমস্তরকম মশলাই দেওয়া হয়েছে এই ঝলকে ৷ সোমবার 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানেও সলমনের দেখা মিলল বেশ খোশ মেজাজে ৷ পরিচালক ফরহাদ সামজি থেকে ছবির অন্যান্য় সহ-অভিনেতা সকলেরই পিছনে লাগলেন তিনি ৷
নেটপাড়ায় এখন বেশ অনেকগুলি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের বিভিন্ন ঝলক ৷ কোথাও সেখানে শেহনাজকে তাঁর নিজের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ৷ কোথাও আবার সলমনকে দেখা গিয়েছে তাঁকে এই বিষয়টি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতে ৷ আবার কোথাও রাঘব জুয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আকার ইঙ্গিতে কিছু তথ্য় দিতেও ছাড়েননি ভাইজান ৷
তাঁকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সলমনকে এদিন সরাসরি ধন্য়বাদ জানান রাঘব ৷ সিনেমাটোগ্রাফার থেকে অভিনয়ের জগতে পা রাখেন রাঘব ৷ সলমনের বড় ভূমিকা রয়েছে তাঁর এই জার্নির পিছনে সেকথা স্মরণ করেই তাঁকে ধন্য়বাদ জানান রাঘব ৷ বদলে রাঘবকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি সলমন ৷ বরং তিনি জানান, তিনি এক অদ্ভুত রসায়ন লক্ষ করেছেন এই ছবির শুটিং চলাকালীন ৷