মুম্বই, 11 জুন : মাদক মামলা থেকে সম্প্রতি ক্লিনচিট পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান ৷ মাদক মামলার তদন্তে থাকা সিট-এর রিপোর্টে সপ্তাহ দুয়েক আগেই ক্লিনচিট দেওয়া হয়েছে তাঁকে ৷ এবার আরিয়ানের সঙ্গে জেরা-পর্ব নিয়ে মুখ খুললেন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিং ৷ এই মামলায় সিট-এর তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন সঞ্জয় ৷ তিনি জানিয়েছেন, এমন আত্ম-অনুসন্ধানী প্রশ্ন আরিয়ান যে তাঁকে করবেন তা তিনি আশা করেননি (Aryan Khan Cruise Drug Case)৷
এই বিশেষ সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, "স্যার আপনি আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী হিসেবে চিহ্নিত করছেন ৷ বলা হচ্ছে, আমি মাদক পাচারে টাকা বিনিয়োগ করে থাকি...এগুলো কি ভিত্তিহীন অভিযোগ নয় ? সেদিন ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে ওঁরা কোনও ড্রাগ খুঁজে পাননি ৷ কিন্তু তাও আমাকে অ্য়ারেস্ট করা হয় ৷"