পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dharmendra Returned Home : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, টুইটে অনুরাগীদের ধন্যবাদ - Dharmendra back home after hospitalization says will be careful now

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুপারস্টার ধর্মেন্দ্র (Dharmendra Returned Home from Hospital) ৷ এই সপ্তাহের শুরুতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ শ্যুটিং চলাকালীন তিনি পিঠের পেশীতে টান অনুভব করেন ৷ এরপরই তিনি হাসপাতালে ভর্তি হন ৷

Dharmendra
সুপারস্টার ধর্মেন্দ্র

By

Published : May 2, 2022, 1:03 PM IST

মুম্বই, 2 মে : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra Returned Home from Hospital) ৷ 86 বছর বয়সি এই অভিনেতা টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের শুভাকাঙ্খী, ভক্ত, অনুরাগীদের ধন্য়বাদ দিয়েছেন ৷

ভিডিয়োতে তিনি বলেছেন, ‘‘আমার পিঠের পেশীতে একটা বড় টান ধরা পড়েছিল ৷ সেই কারণে আমাকে দু‘-চার দিন হাসপাতালে যেতে হয়েছিল । যাই হোক আমি আপনাদের শুভকামনায় বাড়ি ফিরে এসেছি । চিন্তা করবেন না । এখন আমি খুব সাবধানে থাকব । আপনাদের সবাইকে ভালবাসি ৷’’

আরও পড়ুন :HBD Anushka Sharma : 34-এর বিরাট-পত্নী কেমন ছিলেন ছোটবেলায়, দেখে নিন সেইসব ছবি...

ধর্মেন্দ্র ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একজন বড় তারকা ৷ 1960 সালে অর্জুন হিঙ্গোরানীর 'দিল ভি তেরা হাম ভি তেরে' দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি । তাঁর সেরা অভিনয়ের মধ্যে রয়েছে শোলে, চুপকে চুপকে, ইয়াদো কি বারাত, সত্যকাম এবং সীতা অর গীতার মতো ক্লাসিক কিছু সিনেমা । ধর্মেন্দ্রকে পরবর্তীতে করণ জোহর পরিচালিত রকি অওর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে ৷ যেখানে তাঁর সহ অভিনেতা-অভিনেত্রী হিসাবে দেখা যাবে জয়া বচ্চন, শাবানা আজমি, আলিয়া ভাট এবং রণবীর সিংকে ৷

ABOUT THE AUTHOR

...view details