পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dhanush New Film : সামনে এল 'দ্য গ্রে ম্যান' ছবিতে ধনুশের ফার্স্ট লুক - সামনে এল দ্য গ্রে ম্যান ছবিতে ধনুশের ফার্স্ট লুক

অ্যান্টনি এবং জো রুশো পরিচালিত 'দ্য গ্রে ম্যান' ছবির হাত ধরে হলিউডে অভিষেক করতে চলেছেন ধনুশ ৷ ছবিতে কেমন হতে চলেছে তাঁর প্রথম লুক (Dhanush First Look From The Gray Man)!

Dhanush New Film
সামনে এল 'দ্য গ্রে ম্যান' ছবিতে ধানুশের ফার্স্ট লুক

By

Published : Apr 27, 2022, 1:55 PM IST

Updated : Apr 27, 2022, 2:26 PM IST

মুম্বই, 27 এপ্রিল : অ্যান্টনি এবং জো রুশো পরিচালিত 'দ্য গ্রে ম্যান' ছবির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ধনুশ (Dhanush First Look From The Gray Man)৷ এবার আসন্ন ছবিতে তাঁর ফার্স্ট লুক কেমন হতে চলেছে তা সামনে আনল স্ট্রিমিং প্লার্টফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া ৷ ছবিতে ধনুশের সঙ্গেই দেখা যাবে রায়ান গসলিং, ক্রিস এভেন্স, আনা ডি আরমাস, রেজ-জিন পেজ, জেসিকা হেনউইক, বিলি বব থর্নটন এবং ওয়াগনার মউরার মত কলাকুশলীদেরও ৷

নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে ধনুশের যে লুক শেয়ার করা হয়েছে তাতে দেখা যায় রীতিমত অ্যাকশন মুডে রয়েছেন 38 বছর বয়সি এই অভিনেতা ৷ তাঁর চেহারা, গাড়ির ওপরে বসার ভঙ্গি, মুখে লেগে থাকা রক্ত সবই ভীষণভাবে ইঙ্গিত বহন করে যে কতখানি অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি ৷

মার্ক গ্রেইনির 2009 সালে প্রকাশিত 'দ্য গ্রে ম্যান' নামক উপন্যাস থেকেই নেওয়া হয়েছে এই ছবির কাহিনি ৷ কাহিনি এখানে এখানে আবর্তিত একজন ভাড়াটে খুনি এবং একজন প্রাক্তন সিআইএ আধিকারিক জেন্ট্রিকে কেন্দ্র করে ৷ জেন্ট্রির চরিত্রে অভিনয় করতে চলেছেন গসলিং ৷

আরও পড়ুন : কান চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগে সদস্য হতে চলেছেন দীপিকা

জানা গিয়েছে 22 জুলাই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে এই ছবির ৷ ইতিমধ্য়েই নির্মাতারা এভেন্স, গসলিং, ডি আরমাস এবং পেজের ফার্স্ট লুকও সামনে এনেছেন ৷ ধনুশ আগেই জানিয়েছিলেন, এই ছবিতে কাজ করতে পারা তাঁর কাছে একটি দুরন্ত অভিজ্ঞতা ৷ 2022 সালের তামিল অ্যাকশন ফিল্ম 'মারান'-এ শেষবার পর্দায় দেখা গিয়েছিল এই দক্ষিণী সুপার স্টারকে ৷

Last Updated : Apr 27, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details