মুম্বই, 27 এপ্রিল : অ্যান্টনি এবং জো রুশো পরিচালিত 'দ্য গ্রে ম্যান' ছবির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ধনুশ (Dhanush First Look From The Gray Man)৷ এবার আসন্ন ছবিতে তাঁর ফার্স্ট লুক কেমন হতে চলেছে তা সামনে আনল স্ট্রিমিং প্লার্টফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া ৷ ছবিতে ধনুশের সঙ্গেই দেখা যাবে রায়ান গসলিং, ক্রিস এভেন্স, আনা ডি আরমাস, রেজ-জিন পেজ, জেসিকা হেনউইক, বিলি বব থর্নটন এবং ওয়াগনার মউরার মত কলাকুশলীদেরও ৷
নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে ধনুশের যে লুক শেয়ার করা হয়েছে তাতে দেখা যায় রীতিমত অ্যাকশন মুডে রয়েছেন 38 বছর বয়সি এই অভিনেতা ৷ তাঁর চেহারা, গাড়ির ওপরে বসার ভঙ্গি, মুখে লেগে থাকা রক্ত সবই ভীষণভাবে ইঙ্গিত বহন করে যে কতখানি অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি ৷