হায়দরাবাদ, 9 অক্টোবর: 'দিল চাহতা হ্যায়' ও 'জিন্দেগি না মিলেগি দোবারা' বলিউডের এই দুটি ছবির মধ্যে কমন কি জানেন? দুটো ছবিই বলে ডানা মেলে ওড়ার কথা, বেঁচে থাকার কথা, বন্ধুত্বের কথা ৷ তবে এতো ছিল 'বয়েস ট্রিপ' ৷ কেমন হয়, যদি সেই ট্রিপ চার অসমবয়সী মেয়েরা করেন ৷ কেমন হয় যদি তাঁরা নিজেদের স্বপ্নকে বেছে নিতে বেড়িয়ে পড়েন বাইক নিয়ে ৷ কেমন হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চার কন্যা নিজেদের খুঁজে পান নতুন করে ৷ এমন অনেক কিছু নতুনের সাক্ষী থাকতে পারেন আপনিও ৷ প্রকাশ্যে 'ধক ধক' ছবির ট্রেলার ৷ তরুণ দুদেজার পরিচালনায় লেহ-র চড়াই-উতরাই পথে চার অসমবয়সী নারীর জার্নি ফুটে উঠল সিনেপর্দায় ৷
সোশাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে ফতিমা সানা শেখ ক্যাপশনে লিখেছেন, " নিজের স্বপ্ন পূরণের জন্য কখনও কখনও জীবনে একটা চান্স নিতে হয় ৷ রইল খারদুংলা লা পর্যন্ত আমাদের স্মরনীয় অ্যাডভেঞ্চারের কিছউ মুহূর্ত ৷ ধকধক ট্রেলার মুক্তি পেয়েছে ৷ ছবির মুক্তি 13 অক্টোবর ৷" অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, "বাইক, অসমাপ্ত রাস্তা আর না ভোলা অনেক স্মৃতি ৷ মুক্তি পেয়েছে ধকধকের ট্রেলার ৷"