মুম্বই, 28 মে : বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি 'ধাকড়' ৷ প্রথম দিন থেকেই কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2'-এর কাছে পিছিয়ে পড়েছিল এই ছবি ৷ আর অষ্টমদিন আসতে আসতে ছবির বাজেটের টাকা উঠবে কি না তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে ৷ কারণ বেশ কিছু সংবাদমাধ্যমের মতে, অষ্টম দিনে সারা দেশে মাত্র 20টি টিকিট বিক্রি হয়েছে 'ধাকড়'-এর ৷ অথচ সেই অর্থে দেখতে গেলে বাকি ছবিগুলির দশা কিন্তু সেভাবে খারাপ নয় ৷ লকডাউনের পর যথেষ্ট হলমুখী হয়েছে দর্শক ৷ এমনকী কার্তিকের হাত ধরে হিন্দি ছবির খরাও কেটেছে ৷
কিন্তু কঙ্গনার 'ধাকড়' দর্শকদের মন টানতে পারল কই (Dhaakad Day 8 Box Office Collection) ৷ রিপোর্ট অনুযায়ী 20 মে মুক্তির পর দ্বিতীয় দিন থেকেই বক্স অফিসে স্থান হারাতে শুরু করে এই ছবি ৷ আর দ্বিতীয় শুক্রবারের আয়ই (মিডিয়া রিপোর্ট অনুযায়ী 4,420 টাকা) বলে দিচ্ছে ছবিটি কত বড় ফ্লপ হতে চলেছে ৷ জানিয়ে রাখি সারাদেশে মোট 2100টি স্ক্রিন পেয়েছিল এই ছবি ৷ কিন্তু তাও কঙ্গনার এই প্রজেক্টের এখনও পর্যন্ত আয় মাত্র 3 কোটি টাকা ৷ যেখানে এই ছবির বাজেটই ছিল প্রায় 100 কোটি টাকা ৷