কলকাতা, 10 সেপ্টেম্বর: হাজির হল দেব অভিনীত অরুণ রায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'বাঘা যতীন'-এর টিজার । স্বভূমিতে আয়োজিত টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন দেব ও তাঁর নতুন নায়িকা সৃজা দত্ত ৷ এছাড়াও ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, স্নিগ্ধজিত, নীলায়ন চট্টোপাধ্যায়, পরিচালক অরুণ রায়-সহ আরও অনেকে । বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দেশপ্রেম, দেশ সংগ্রাম এই ছবির মূল বিষয় । ছবিতে উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ।
দেব এ দিন বলেন, "যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিঃসন্দেহে সকলের জন্য অনুপ্রেরণা । তিনি এখনও তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বেঁচে আছেন । আর দর্শকের জন্য 'বাঘা যতীন' আমাদের দুর্গাপুজোর উপহার । এই ছবির গল্পটি একটি বিশাল ক্যানভাসে আমরা তুলে ধরার চেষ্টা করেছি । বড় পর্দায় এই বাঘা যতীনের জীবনের প্রতিটি ছায়াকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা আমার জন্য সত্যিই একটি দুঃসাধ্য কাজ ছিল । আশা করি, সিনেমার দর্শক ছবিটি উপভোগ করবেন । এছাড়াও, হিন্দিতেও এই ছবিটি আসছে । তাতে সারা দেশ এই বীর বিপ্লবীর জীবননামা ফের একবার জানতে পারবেন ।"