পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bagha Jatin Teaser Out: বাঘা যতীনের টিজার লঞ্চে হাজির দেবের নতুন নায়িকা থেকে ইমন, সুদীপ্তা - দেব

Dev at Bagha Jatin Teaser Out: বাঘা যতীনের টিজার লঞ্চের অনুষ্ঠানে দেব ছাড়াও হাজির হলেন তাঁর নতুন নায়িকা সৃজা দত্ত, ইমন চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও অন্যান্যরা ৷

Dev at Baghajatin Teaser Out
বাঘা যতীনের টিজার লঞ্চে হাজির দেবের নতুন নায়িকা

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:17 PM IST

Updated : Sep 10, 2023, 1:41 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: হাজির হল দেব অভিনীত অরুণ রায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'বাঘা যতীন'-এর টিজার । স্বভূমিতে আয়োজিত টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন দেব ও তাঁর নতুন নায়িকা সৃজা দত্ত ৷ এছাড়াও ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, স্নিগ্ধজিত, নীলায়ন চট্টোপাধ্যায়, পরিচালক অরুণ রায়-সহ আরও অনেকে । বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দেশপ্রেম, দেশ সংগ্রাম এই ছবির মূল বিষয় । ছবিতে উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ।

দেব এ দিন বলেন, "যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নিঃসন্দেহে সকলের জন্য অনুপ্রেরণা । তিনি এখনও তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য প্রতিটি ভারতীয়ের হৃদয়ে বেঁচে আছেন । আর দর্শকের জন্য 'বাঘা যতীন' আমাদের দুর্গাপুজোর উপহার । এই ছবির গল্পটি একটি বিশাল ক্যানভাসে আমরা তুলে ধরার চেষ্টা করেছি । বড় পর্দায় এই বাঘা যতীনের জীবনের প্রতিটি ছায়াকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা আমার জন্য সত্যিই একটি দুঃসাধ্য কাজ ছিল । আশা করি, সিনেমার দর্শক ছবিটি উপভোগ করবেন । এছাড়াও, হিন্দিতেও এই ছবিটি আসছে । তাতে সারা দেশ এই বীর বিপ্লবীর জীবননামা ফের একবার জানতে পারবেন ।"

বাঘা যতীনের টিজার লঞ্চে হাজির দেবের নতুন নায়িকা
বাঘা যতীনের টিজার লঞ্চে ইমন, সুদীপ্তা

আরও পড়ুন:স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবীর চরিত্রে দেব, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার

দেবের দাবি, প্রত্যেকে নিজের ভূমিকায় খুব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এই ছবিতে । তিনি বলেন, "এই ছবির উদ্দেশ্য, বিনোদনের পাশাপাশি আমাদের দেশের সমৃদ্ধি, সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরা । আমরা চেষ্টা করেছি । এ বার আমরা দর্শকদের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন পাওয়ার আশা করি ।"

অরুণ রায় এবং সৌনাভ বসু লিখেছেন 'বাঘাযতীন'-এর চিত্রনাট্য এবং সংলাপ । ক্যামেরায় গোপী ভগত । সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায় । 19 অক্টোবর মুক্তি পাবে এই ছবি । পুজোয় অন্যান্য ছবিগুলির সঙ্গে বাঘা যতীন কতটা পাল্লা দিতে পারে সেটাই দেখার ৷

Last Updated : Sep 10, 2023, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details