পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Devlina on Gourab's Birthday: 'জীবনে সুখের সবচেয়ে বড় উপাদান', গৌরবের জন্মদিনে শুভেচ্ছা স্ত্রী দেবলীনার - গৌরবের জন্মদিনে শুভেচ্ছা স্ত্রী দেবলীনার

গৌরব চট্টোপাধ্য়ায়ের জন্মদিনে স্বামীকে ভালোবাসার দীর্ঘ খোলা বার্তা পাঠালেন স্ত্রী দেবলীনা কুমার ৷ শেয়ার করলেন বেশকিছু সুন্দর ছবি ৷

Devlina on Gourab's Birthday
গৌরব চট্টোপাধ্য়ায়ের জন্মদিনে শুভেচ্ছা স্ত্রী দেবলীনার

By

Published : Jun 15, 2023, 1:59 PM IST

কলকাতা, 15 জুন:দাদুর কারণে তো বটেই, তাছাড়াও বাংলার বিনোদুনিয়ার এক অতি পরিচিত নাম গৌরব চট্টোপাধ্য়ায় ৷ আজ মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরব পার করে ফেললেন জীবনের আরও এক বসন্ত ৷ 'ভালোবাসার অনেক নাম' ছবির হাত ধরে আলোচনায় উঠে আসা গৌরব ছোট পর্দা, বড় পর্দার পাশাপাশি ওয়েবেও সমানতালে কাজ করে চলেছেন বর্তমানে ৷ আগামীতে তাঁকে দেখা ওয়েব সিরিজ 'অভিশপ্ত'-তে ৷ এদিন জন্মদিনে গৌরবকে শুভেচ্ছায় ভরালেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দেবলীনা কুমার ৷

দেবলীনা এদিন স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের রসায়ন নজর কাড়ল অনুরাগীদের ৷ দেবলীনা এদিন লেখেন, "আমার জীবনে সুখের সবচেয়ে বড় উপাদান যে মানুষটি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ৷ হ্যাপি বার্থডে হাসব্যান্ড ৷ প্রতিদিন সকালে আমাদের কফি ডেট, দীর্ঘক্ষণ বকবক, সারা বাড়ি ঘুরে ঘুরে নাচ, উইকএন্ড পাব হপিং, পিআর নিয়ে আলোচনা, মুদির দোকেনের কেনাকাটা, খাবারের প্রস্তুতি, অন্যদের ফ্যাশন সেন্স বিচার...এই সমস্ত কিছুর জন্য় চিয়ার্স ৷"

তিনি আরও লেখেন, "তবে সবচেয়ে বড় বিষয়টা হল আসল গৌরব চক্রবর্তী চোখের সামনে প্রস্ফুটিত হতে দেখার সুযোগ পাওয়া ৷ হ্য়াঁ, এই নিয়ে কোনও সন্দেহ নেই যে তুমি ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাধর এবং হ্য়ান্ডসাম অভিনেতাদের অন্যতম ৷ কিন্তু আমার জন্য় তুমি আমার জীবনে দেখা সবচেয়ে কিউট, শিশুসুলভ এবং খোশমেজাজের মানুষ ৷ আর সেই জন্যই তোমার প্রতি আমার এত আকর্ষণ ৷" শেষে অবশ্য় অভিনেতার পিছনে লাগতেও ছাড়েননি দেবলীনা ৷ লিখেছেন, "আমার কাছে তোমায় অস্বস্তিতে ফেলার মতো বেশ কয়েকটা ভিডিয়ো আছে ৷ আপলোড করব নাকি? পারমিশন চাই ৷"

আরও পড়ুন:নায়ক নন, সাধারণের মতো বলেই হিট একেন ; একান্ত সাক্ষাৎকারে দাবি অনির্বাণের

তাঁর এই দীর্ঘ পোস্টকে প্রেমের খোলা চিঠি বললেও ভুল বলা হয়না ৷ ছোটোখাটো খুনসুটি, ভালোবাসার স্পর্শ সবটাই রয়েছে এই লেখায় ৷ আগামীতে 'রক্তবীজ' ছবিতে অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ৷ পুজোয় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় এবং নন্দিতা রায়ের এই ছবি ৷ অন্যদিকে গৌরবকে দেখা যাবে 'অভিশপ্ত' ওয়েব সিরিজে ৷ সেখানে তিনি জুটি বেঁধেছেন ঋত্বিকা সেনের সঙ্গে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details