পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Devlina on Raktabeej: শ্যুটিং শেষ ! 'রক্তবীজ' ছবিতে কাজ নিয়ে কী বললেন দেবলীনা - Raktabeej wrap up

শেষ হল শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত 'রক্তবীজ' ছবির শ্যুটিংয়ের কাজ ৷ ছবির কাজ শেষের খবর দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার ৷

Devlina on Raktabeej
রক্তবীজ নিয়ে মুখ খুললেন দেবলীনা

By

Published : Apr 17, 2023, 9:34 PM IST

কলকাতা, 17 এপ্রিল:আগামী দুর্গা পুজোতেই আসছে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত এবং শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত নতুন ছবি 'রক্তবীজ' ৷ ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে ৷ আবির চট্টোপাধ্য়ায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দোপাধ্য়ায়, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডলদের মতো কলাকুশলীরা কাজ করবেন 'রক্তবীজ'-এ ৷ ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন দেবলীনা কুমারও ৷ তিনিই এদিন দিলেন ছবির শ্যুটিং শেষের খবর ৷

একটি সুন্দর ছবি এদিন সেট থেকে শেয়ার করেছেন দেবলীনা ৷ সেখানে দেখা যায় ক্ল্যাপবোর্ড হাতে দাঁড়িয়ে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়, নন্দিতা রায় এবং সত্যম ভট্টাচার্য ৷ আর তাঁদের সঙ্গে রয়েছেন দেবলীনা ৷ ক্ল্যাপ বোর্ডে লেখা 'শ্য়ুটিং শেষ' ৷ ছবিতে দেবলীনাকে দেখা গিয়েছে একেবারে ঘরোয়া সাজে ৷ দেবলীনা তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এদিন লিখেছেন, "নতুন বছরে একটা খুব খুশির খবর আমার জন্য, যা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই । 'রঙ্গবতী'-র পর আবার আমার অভিনয়ের শিক্ষা গুরুদের সঙ্গে কাজ করার সুযোগ হলো তাদের পরবর্তী ছবিতে ৷ আশা করছি, তোমাদের মান রাখতে পারব। 'রক্তবীজ' আসছে এই পুজোতে।"

এই নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করেছিলাম অভিনেত্রীর সঙ্গে ৷ চরিত্র নিয়ে বলতে গিয়ে দেবলীনা বলেন, "একে অন্যরকম ৷ কোনও মেকআপ নেই কিছুই নেই ৷ দেবলীনার থেকে একেবারে আলাদা ৷" রহস্যে ঘেরা এই ছবিতে চরিত্রটি নিয়ে বেশি কিছু না জানালেও অভিনেত্রী জানান, এখানে তিনি অভিনয় করবেন 'যামিনী'র ভূমিকায় ৷

শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, "প্রতিবারই শিবুদাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে ৷ এটা আরও স্পেশাল কারণ এই ছবিতে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন ৷ তাই খুব হইহই করে কাজ হয়ে ৷ প্রচুর কঠিন শিডিউল ছিল বোলপুর এবং এখানকার শ্য়ুটিং মিলিয়ে ৷ তবে সবার সঙ্গে একসঙ্গে কাজ করা এবং অনেককিছু শেখার ছিল এই ছবিটায় ৷" 'রক্তবীজ' ছবি ছাড়াও দেবলীনা কুমারকে দেখা যাবে 'সাদা রঙের পৃথিবী' ছবিতে ৷ এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷

আরও পড়ুন:হাজির সলমন থেকে সুনীল ! বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চাঁদের হাট

ABOUT THE AUTHOR

...view details