কলকাতা, 28 জানুয়ারি: শনিবার ইন্ডাস্ট্রিতে 17 বছরের কর্মজীবন পূর্ণ করলেন অভিনেতা দেব ৷ আর বিশেষ দিনে অনুরাগীদের বড় চমক দিলেন ঘাটালের সাংসদ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়র কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে এবার অভিনয় করবেন তিনি (Dev to play the character of Byomkesh Bakshi) ৷ এদিন সন্ধেয় এক সোশাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন দেব ৷ দেব জানালেন, ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশে শরদিন্দুর 'দুর্গ রহস্য' উপন্যাসটিকে বেছে নিয়েছেন তিনি ৷
শনিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় দেব লিখলেন, "ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে অভিনেতা হিসেবে পরবর্তী বড় ঘোষণা সেরে ফেলতে চাই ৷ দেব এন্টরটেইনমেন্ট ভেঞ্চার এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে ব্যোমকেশ দুর্গ রহস্যকে পর্দায় নিয়ে আসছি আমরা ৷ আপনাদের আশীর্বাদ চাই ৷ ছবির অন্যান্য কাস্ট, ক্রু মেম্বার এবং পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা হবে ৷" সাধারণতন্ত্র দিবসের দিন আগামী পুজোয় মুক্তি পেতে চলা বাঘাযতীন-এর প্রথম পোস্টার রিলিজ করেছিলেন দেব ৷ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ যদিও সেই ছবির কথা মিডিয়ার দৌলতে আগেই জেনে ফেলেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিনের ঘোষণাটি একেবারেই 'সিলেবাস বহির্ভূত' দেব-ভক্তদের কাছে ৷