হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: জুটি বাঁধছেন দেব-সোহম ৷ বিনোদন দুনিয়ায় এর চেয়ে বড় খবর আর কিই বা হতে পারে ৷ অভিজিৎ সেনের 'প্রধান' ছবির হাত ধরে আট বছর পর আবার জুটিতে এই দুই তারকা ৷ দু'জনের কারোরই ছবির অফিসিয়াল লুক এখনও সামনে আসেনি ৷ শুধু এটুকু জানা গিয়েছিল দেব এখানে অভিনয় করবেন পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে ৷ আর এবার সামনে এল আরও একটি দারুণ খবর ৷ শুধু দেব নয় সোহমকেও ছবিতে দেখা যাবে পুলিশ অফিসার হিসাবেই ৷ শনিবার নিজেই ইনস্টা স্টোরিতে একটি ভিডিয়ো রিল শেয়ার করলেন সোহম ৷ আর তাতেই সামনে এল তাঁর এই নতুন লুক ৷
সোহম যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যায় বেশ খোশমেজাজেই রয়েছেন দুই অভিনেতা ৷ একসঙ্গে চায়ের কাপে চুমুকও দিচ্ছেন, শুটিংয়ের ফাঁকে চলেছে আড্ডাও ৷ পুলিশের পোশাকে যে বেশ ভালোই মানিয়েছে তাঁকে তা বলাই বাহুল্য ৷ সাম্প্রতিক অতীতে পুলিশের চরিত্রে সোহমকে তেমনভাবে দেখা যায়নি ৷ তাই চরিত্রটা যে চ্যালেঞ্জিং হত চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷