কলকাতা, 5 জুন: "বাংলা ছবির পাশে দাঁড়ান" - এই স্লোগান যতই সপ্তম সুরে কানে বাজুক না কেন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রেষারেষির কথা । বড় প্রযোজক চাপে ফেলেন ছোট প্রযোজদের, এ হেন ঘটনা আকছার ঘটে ইন্ডাস্ট্রিতে । তবে এ বার একদম অন্যরকম একটি ঘটনার সাক্ষী থাকল বাংলা ছবির জগৎ ।
পরিচালক-প্রযোজক পীযুষ সাহার আসন্ন ছবি 'জালবন্দী'র ট্রেলার (Jaalbandi trailer releases) নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুপারস্টার দেব (Dev shares Jaalbandi trailer)। নবাগত প্রিন্স ও পরিচালক-প্রযোজক পীযুষ সাহাকে সেই পোস্টের মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতা । ফলত, একদিনে এক মিলিয়ন ভিউস পার করল 'জালবন্দী' ছবির ট্রেলার ।
'প্রিন্স এন্টারটেইনমেন্ট পি ফোর'-এর প্রযোজনায় 'জালবন্দী' ছবিটি বলবে এক তরুণ মধ্যবিত্ত যুবক অনীশের গল্প । বাবার আকস্মিক মৃত্যুর পর সম্পূর্ণ পৃথিবী ওলট-পালট হয়ে গেলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক ইনশিওরেন্স কোম্পানির বিমা এজেন্ট হিসেবে কাজ করা শুরু করতে হয় তাকে । সব স্বপ্ন বিসর্জন দিয়ে টার্গেট পূরণের সংগ্রামে টিকে থাকতে একের পর এক অযাচিত পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে অনীশ । শেষ অবধি এই জাল ছিঁড়ে সেই সাদা-সিধে ছেলেটা বেরোতে পারল কি না তারই গল্প বলবে এই ছবি (new Bengali film)।