হায়দরাবাদ, 7 জুন:আসছে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ শরদিন্দু বন্দোপাধ্য়ায়ের এই কাহিনি নিয়ে বিরসা দাশগুপ্তর মতো ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ সৃজিত তাঁর ব্যোমকেশ হিসাবে বেছে নিয়েছেন অনির্বাণকে। বিরসার পছন্দ দেব ৷ একটি আসবে ওটিটিতে আর অন্যটি প্রেক্ষাগৃহে ৷ গত কয়েকদিন ধরেই তাঁর ছবির শ্য়ুটিংয়ের নানা আপডেট দিয়ে চলেছেন সাংসদ ৷ কিছুদিন আগে তৃতীয় পর্যায়ের শ্যুটিং শেষের খবর শেয়ার করেছিলেন অভিনেতা ৷ এবার তিনি সামনে এলেন চতুর্থ পর্বের শ্য়ুটিংয়ের খবরাখবর নিয়ে ৷
ডিওপি শুভঙ্কর ভর এবং তাঁর এই ছবির পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ তিনি লিখেছেন, "হ্য়ালো, ব্যোমকেশের চতুর্থ পর্বের শ্য়ুটিং ৷ তৈরি থাকুন কিছু অদেখা দৃশ্যের সাক্ষী থাকার জন্য় ৷" এবার অবশ্য় জায়গার নামটি শেয়ার করেননি দেব ৷ এর আগে মঙ্গলবারও দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল দুর্গের মতোই বিশাল পুরোনো বাড়ির সামনে চেয়ার পেতে বসে থাকতে ৷