কলকাতা, 16 সেপ্টেম্বর:দেব-সোহমের'প্রধান' ছবির উত্তরবঙ্গ পর্বের শুটিং নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কোনওদিন দেখা মিলছে বিশাল অজগরের ৷ কোনও দিন আবার অভিনেতাদের কাণ্ডকারখানাই উঠে আসছে সংবাদ মাধ্যমে ৷ ঠিক যেমন শুক্রবার রাতের আড্ডার কিছু ঝলক শেয়ার করলেন দেব ৷ একসঙ্গে বসে গান আর আড্ডায় জমে উঠল আসর ৷ ইনস্টা স্টোরিতে সেই সমস্ত মুহূর্তেরই কিছু ঝলক শেয়ার করলেন অভিনেতা ৷
ভিডিয়োতে প্রথমেই দেখা গেল খরাজ মুখোপাধ্যায়কে আর তাঁর গলায় শোনা গেল 'লোলা লুলু কেন তোমার বয়স হয় না ষোলো...' ৷ শুধু তাই নয়, খরাজ এদিন গানের ফাঁকে উত্তমের সংলাপ বলতেও ভুললেন না ৷ ছিলেন সুজন মুখোপাধ্যায়ও ৷ অর্থাৎ যাঁকে লোকে নীল বলেই বেশি চেনেন ৷ তাঁর কণ্ঠেও এদিন শোনা গেল গান ৷ অঞ্জন দত্তের 'বেলা বোস' থেকে শুরু করে 'মারিয়াম' পর্যন্ত একের পর এক গানে জমল আসর ৷ গলা মেলালেন দেব ৷ দেখা মিলল সোহম, কাঞ্চন মল্লিক এবং অভিজিৎ সেনেরও ৷