কলকাতা, 15 জুলাই:এসে গেল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে বিরসা দাশগুপ্তর পরিচালনায় 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির টিজার । টিজার প্রকাশে হাজির ছিলেন ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত, ব্যোমকেশ দেব অধিকারী, সত্যবতী রুক্মিণী মৈত্র। শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে হাজির থাকতে পারেননি পর্দার অজিত অর্থাৎ অম্বরীশ ভট্টাচার্য। এদিন টিজার প্রকাশে ব্যোমকেশের সাজেই হাজির হন দেব । পরনে সাদা ধুতি, মেরুন পাঞ্জাবি আর চোখে কালো ফ্রেমের চশমা ।
দেব ব্যোমকেশ হতে চলেছেন এই খবর জানাজানি হতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। তুলনার বন্যা বয়ে যায়। কিন্তু সেইসবকে তোয়াক্কা করেন না দেব। তিনি বলেন, "সমালোচনার জন্য আমি প্রস্তুত ছিলাম । নিন্দা হবে তাও জানি। তবু বানিয়েছি আমরা ছবিটা আমাদের সবটুকু দিয়ে । আর আমি যদি খারাপও করি, সেটা ঢাকা দেওয়ার জন্য অন্যান্য ভালো অভিনেতারা এখানে কাজ করেছেন। তাই সকলের ছবিটা ভালোলাগবে বলে আমি আশাবাদী। আমি 'চিড়িয়াখানা' ছাড়া কোনও ব্যোমকেশ দেখিনি । আমার পড়াও নেই । চিত্রনাট্যকারের লেখনীর মাধ্যমে আর বিরসার মাধ্যমে আমি ব্যোমকেশ হয়ে ওঠার চেষ্টা করেছি ।"