পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dance Dance Junior Judges: দুটিতে জুটিতে বিচারকের আসনে, পাশে মনামী - দুটিতে জুটিতে বিচারকের আসনে পাশে মনামী

আসছে 'ডান্স ডান্স জুনিয়র- সিজন 3'। বিচারকের আসনে এবার দেবের সঙ্গে দুই নায়িকা ৷ একদিকে যেমন থাকছেন রুক্মিনী মৈত্র তেমনই অন্যদিকে তাঁর সঙ্গে সঙ্গ দেবেন মনামী ঘোষ (Dev Rukmini and Monami in Dance Dance Junior) ৷

Dance Dance Junior
দুটিতে জুটিতে বিচারকের আসনে, পাশে মনামী

By

Published : Jul 8, 2022, 12:38 PM IST

কলকাতা, 8 জুলাই: আসছে 'ডান্স ডান্স জুনিয়র- সিজন 3'। সারা ভারত জুড়ে একপ্রকার চিরুনি তল্লাশির পর বেছে নেওয়া হয়েছে এই সিজনের প্রতিযোগীদের । দেব, রুক্মিনীর প্রেমের মৌতাতে এবার মনামীর আগমন । ঘাবড়ে গেলেন? না, মনামী সেরকম কিছুই করেননি দেব-রুক্মিনীর সঙ্গে । বরং তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে এবার ছোটদের নাচের পারদর্শিতা বিচার করার দায়িত্বে রয়েছেন তিনিও (Dev Rukmini and Monami in Dance Dance Junior) ।

আগেও এই মঞ্চে এই দায়িত্ব সামলেছেন তিনি । এবার আরও একবার । তবে, দেবের পাশে বসে রুক্মিনীও সামলাবেন বিচারকের দায়িত্ব, এই ব্যাপারটায় চমক তো আছে বটেই । বিচারকের আসনের পাশাপাশি মেন্টরের তালিকাতেও আছে চমক । মেন্টরের ভূমিকায় তৃণা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং অভিষেক বসু । অর্থাৎ এই চ্যানেলের তিনটি ধারাবাহিক থেকেই নিয়ে আসা হয়েছে মেন্টরদের । সঞ্চালনায় উদিতা এবং লাড্ডু । এঁদের সকলকে নিয়েই ফের জমে উঠতে চলেছে ছোটদের নাচের মঞ্চ । জোরকদমে চলছে শ্যুটিং ।

প্রসঙ্গত, মনামী ঘোষের নাচের জাদুতে কাবু বাংলা । সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর গাওয়া গানের একটি মিউজিক ভিডিয়ো 'ভিটামিন এম'। এখানে গান এবং নাচ দুই ভূমিকাতেই তাঁকে পেয়েছে দর্শক । এবার আরও একবার রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী । তাঁর কথায়, "বাচ্চাদের নাচের বিচার করা বেশ কঠিন। একটু খারাপ বললেই ওদের মুখগুলো দেখে কষ্ট লাগে । কিন্তু বলতে তো হবেই । না হলে ওরা নিজেদেরকে শুধরোবে কীভাবে? ওই আর কী, একটু ভালোবাসা দিয়ে বলতে হবে ।"

আরও পড়ুন :কিং খানকে শ্রদ্ধা জানিয়ে টোকিও নিবাসী পরিচালকের ওয়েব সিরিজ 'কুছ কুছ ফিল্ম য্যায়সি'

ওদিকে শ্যুটিং চলছে দেব অভিনীত নতুন ছবি 'প্রজাপতি'র । সল্টলেকে চলছে শ্যুটিং । এরই মাঝে ছোটপর্দায় ভাবী স্ত্রী'কে নিয়ে ব্যস্ত হলেন তিনি । দেবের কথায়, "আমরা আগের সিজনে একটা লেভেল পার করেছিলাম । বাচ্চারা সারা ভারতের দর্শকের কাছে নিজেদের জায়গা করে নিয়েছিল । এবারও সেভাবে তারা মান রাখবে আশা রাখি । রুক্মিনী এবার বিচারকের আসনে । এটা তো একটা দারুণ ব্যাপার ।"

ABOUT THE AUTHOR

...view details