কলকাতা, 19 অগস্ট: এক পর্দায় দুই তারকা, তাও আবার একদিকে দেব (Dev) তো অন্যদিকে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ৷ 'ককপিট'-এর পর পুজোয় মুক্তি পেতে চলা দেব-বুম্বা জুটির 'কাছের মানুষ' ছবি ঘিরে পারদ চড়ছে ৷ 30 সেপ্টেম্বরে ছবি মুক্তির ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ৷ এবার সামনে এল ছবির প্রথম অফিসিয়াল পোস্টার ৷ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ছবির দুটি পোস্টার পোস্ট করেছেন দেব (Kacher Manush Official Poster Releases) ৷ যার একটিতে তাঁকে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর অন্যদিকে তাঁর সঙ্গে রয়েছেন ঈশা সাহা ৷
ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু ৷ দু'টি পোস্টারেই মিশে রয়েছে কলকাতার নস্টালজিয়া ৷ ছবির গল্প নিয়ে খুব বেশি আভাস না-মিললেও ছবিতে অভিনেতাদের লুক অত্যন্ত সাদামাটা ৷ আর তা দেখেই শহরের সাধারণ মানুষের কথাই বলতে চলেছে এই ছবি ৷ এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।