কলকাতা, 20 সেপ্টেম্বর:পুজোতে দর্শক দরবারে আসছে দেব-বুম্বা অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ'। তারিখটা 30 সেপ্টেম্বর ৷ এবার রীতিমতো জমজমাট জুটিতে অভিনয় করেছেন দু'জনে । কলকাতার অলি গলি থেকে শুরু করে রাজপথ, রেললাইন, গঙ্গার পাড়, নির্মীয়মান বহুতলে উঠেও শট দিয়েছেন তাঁরা । এখানেই শেষ নয়, দু'জনে পাবলিক বাসেও ঝুলেছেন শট দিতে । দেব তাঁর নায়িকা ঈশাকে নিয়ে চড়েছেন টানা রিকশায় । শহর কলকাতার আসল চেহারা উঠে এসেছে ছবিতে ।
এগরোল, ফুচকা রাস্তায় দাঁড়িয়ে খেয়েছেন দেব-ঈশা । ট্রেলারে মিলেছে এই সবকিছুর নমুনা । ছবির তিনটি গান ইতিমধ্যেই হাজির হয়েছে । এই গানগুলি গেয়ছেন ঊষা উত্থুপ, সোনু নিগম এবং শিশু শিল্পী প্রাঞ্জল দত্ত । জোরকদমে চলছে প্রচার (New Film Kacher manush)।
এরই মাঝে সামাজিক মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে বং গাই থুড়ি কিরণ দত্ত ছুঁড়ে দিলেন ওপেন চ্যালেঞ্জ । কী লিখলেন তিনি? দেব এবং প্রসেনজিতের পাবলিক বাসে ঝুলে থাকার দৃশ্য দেখে বং গাই লিখেছেন, "এটা শুধু সিনেমাতেই সম্ভব । বাস্তবজীবনে এভাবে বাসে চড়ে দেখাও তো দেখি ?" এই পোস্ট দিয়ে তিনি ট্যাগ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে । প্রসেনজিতের উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন, "একি ইন্ডাস্ট্রি বদ্দা তুমিও? বাস লেটে এলে আবার টুইট করে দিও না(Bong Gai Challenges Dev Prasenjit ) ৷"