পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev Plays Cricket: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব - বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের

বোলপুরে চলছে দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির তৃতীয় পর্বের শ্যুটিং ৷ তার ফাঁকেই বোলপুরে ক্রিকেট নিয়ে মজলেন দেব ৷

Dev Plays Cricket
শ্যুটের ফাঁকে ক্রিকেট নিয়ে মজলেন দেব

By

Published : Jun 1, 2023, 12:34 PM IST

বোলপুর, 1 জুন: বিতর্ক অনেক হয়েছে ৷ তবু কাজে হাত দিতে তিনি যে ভয় পান না তা বারবার বুঝিয়ে দিয়েছেন দেব ৷ তাঁকে চাঁদের পাহাড়ের শঙ্কর চরিত্রে দেখা যাবে শুনে নাক সিঁটকেছিলেন অনেকেই। তাতে তার কোনও সমস্যা হয়নি । একইসঙ্গে দেবের 'বাঘাযতীন' নিয়েও আগ্রহ তুঙ্গে ৷ আবার সমালোচনারও শেষ নেই ৷ দেব ব্যোমকেশ করবেন শুনেও টলিউডের অনেকেই মুখ খুলেছিলেন ৷ এবার নিজের অবস্থানেই অনড় দেব।

সে সব এখন অতীত । এখন জমিয়ে চলেছে শ্য়ুটিং ৷ কখনও মধ্য়প্রদেশ কখনও ঝাড়খণ্ড কখনও আবার বোলপুরে চলছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির কাজ ৷ সব খবরই তাঁর দর্শকদের জন্য় শেয়ার করেন দেব ৷ এবারও তিনি শেয়ার করলেন তাঁর সেটের একটি মজার ভিডিয়ো ৷ ভিডিয়োতে শ্য়ুটিংয়ের ফাঁকে খালি পায়ে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে সুপারস্টারকে ৷

ভিডিয়ো থেকেই স্পষ্ট শুধু খেলার জন্য় খেলছেন না দেব। রীতিমতো ছক্কাও হাঁকাচ্ছেন ৷ চেয়ারকে উইকেট বানিয়ে খালি পায়ে যেভাবে দেব খেলায় মেতে উঠেছেন তা দেখেই বোঝা যায় মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন অভিনেতা ৷ ভিডিয়োর ক্য়াপশানে তিনি লেখেন, "হ্যালো বোলপুর ৷ এটা একটা এমন দল যাঁরা একসঙ্গে খায়, একসঙ্গে থাকে আর একসঙ্গেই খেলাধুলো করে ৷" ইতিমধ্য়েই তাঁর এই ভিডিয়োটি পছন্দ করে ফেলেছেন প্রায় 40 হাজারেরও বেশি মানুষ ৷

এর কয়েকদিন আগেই ঝাড়খণ্ড থেকে একটি ছবি শেয়ার করে তাঁর এই নতুন ছবির তৃতীয় পর্বের শ্যুটিং শুরুর কথা ঘোষণা করেছিলেন দেব ৷ সেখানে তাঁকে জঙ্গলের মাঝ আরামকেদারায় বসে থাকতে দেখা গিয়েছিল ৷ তিনি আগেই জানিয়েছিলেন ব্যোমকেশের চরিত্রে অভিনয় সহজ নয় তবে অসম্ভবও নয় ৷ এবার বোলপুরে ক্রিকেট খেললেন অভিনেতা।

আরও পড়ুন:সমস্যায় ফেলেছিল 'শিশুদের মতো চোখ', জন্মদিনে ফিরে দেখা মাধবন কথা

'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিরসা দাশগুপ্ত ৷ সাম্প্রতিক অতীতে একের পর হিট ছবি উপহার দিয়েছেন দেব ৷ পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে বছর খানেক আগে তিনি উপহার দিয়েছেন 'টনিক'-এর মতো হিট ছবি ৷ আর তারপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রজাপতি ছবিতে ৷ সেই ছবিও সুপারহিট তাতে সন্দেহের অবকাশ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details