কলকাতা, 27 জুলাই:অবশেষে অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য-এর ট্রেলার ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবির হাত ধরে এই প্রথমবার ব্যোমকেশ হলেন দেব ৷ আগেই তিনি জানিয়েছিলেন, ব্যোমকেশ হওয়া মোটেই সহজ নয় ৷ তবে টিজার লঞ্চের সময়ও ব্যোমকেশ হিসাবে অনির্বাণদের প্রশংসাই করেছেন অভিনেতা ৷ আর নিজে জানিয়েছেন, গল্পটা তাঁর তেমন জানা ছিল না ৷ তাই বিরসার নির্দেশই তিনি অনুসরণ করেছেন এই ক্ষেত্রে ৷
এবার ছবির ট্রেলার লঞ্চেও বৃহস্পতিবার ছিল বড় চমক ৷ সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারও হাজির ছিলেন এই অনুষ্ঠানে ৷ অর্থাৎ তাঁর ব্যোমকেশ ও সত্যবতীকে নিয়ে দেবের ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ৷ তিনি নিজেও দুর্গ রহস্য-এর কাহিনি নিয়ে যে একটি সিরিজ করছেন, তা অনুরাগীদের অজানা নয় ৷ তবে যেভাবে দেবের ছবির ট্রেলার লঞ্চে হাজির হলেন তিনি তা নিশ্চিতভাবেই ইঙ্গিতপূর্ণ ৷ কারণ দুই ব্যোমকেশ ঘিরে সৃজিত এবং দেবের দ্বন্দ্বের কথাও সামনে এসেছিল ৷ আবার অন্যদিকে আগামী বছর সৃজিতের নয়া ছবিতে অভিনয় করতে চলেছেন দেব-রুক্মিণী দু'জনেই ৷ তাই রসায়নটা যে বেশ চমকপ্রদ এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷