কলকাতা, 9 সেপ্টেম্বর:পুজোর ছুটিতে 'বাঘা যতীন'-এর গল্প নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন দেব ৷ ছবিতে ফুটে উঠবে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ৷ বিপ্লবী বাঘা যতীন দেশের স্বাধীনতার জন্য় লড়াই করেছিলেন তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে ৷ বীর এই যোদ্ধার কাহিনিকেই পর্দায় হাজির করতে বদ্ধপরিকর পরিচালক অরুণ রায় ৷ তাঁর হাত ধরেই শঙ্কর এবং ব্যোমকেশের পর বাঘা যতীন হয়ে উঠেছেন দেব ৷ এর আগেও অবশ্য বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ কিন্তু এবার কাজটা যে ভীষণ চ্যালেঞ্জিং তা বলাই বাহুল্য ৷ এরই মাঝে শনিবার মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার ৷
ছবির প্রি-টিজারেই আভাস মিলেছিল স্বাধীনতা যুদ্ধের এই কাহিনিতেও অ্যাকশন কম থাকবে না ৷ সেই সময়ের কাহিনিকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফুটিয়ে তোলার দিকে যেমন মনোযোগ দিয়েছেন নির্মাতারা তেমনই নজর থাকবে সংলাপেও ৷ প্রি টিজারে দেব তার পূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন ৷ বাঘাযতীন রূপী দেবের কণ্ঠে শোনা গিয়েছিল, "যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷"