পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bagha Jatin : বাংলা প্রি-টিজারের বিপুল সাফল্যের পর স্বাধীনতা দিবসে মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির হিন্দি ঝলক - hindi

Bagha Jatin Hindi Pre Teaser: আগেই সামনে এসেছিল ছবির বাংলা ভাষার প্রি-টিজার ৷ এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছবির হিন্দি ভাষার ঝলক নিয়ে হাজির দেব ৷

Pic Dev instagram
বাঘা যতীন ছবির হিন্দি প্রি টিজার মুক্তি পেল মঙ্গলবার

By

Published : Aug 15, 2023, 1:01 PM IST

কলকাতা, 15 অগস্ট:স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'বাঘা যতীন' ছবির বাংলা প্রি-টিজার সকলকে উপহার দিয়েছিলেন দেব ৷ ইতিমধ্যেই তা বিপুল সাফল্য পেয়েছে ৷ এক দিনেই ছবির এই প্রথম ঝলকটি দেখে ফেলেছেন 2 লাখ 36 হাজার মানুষ ৷ আর এবার 77তম স্বাধীনতা দিবসে হাজির হল ছবিটির হিন্দি ভাষার প্রি-টিজার ৷

বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও এখন মুক্তি পাচ্ছে টলিউডের বেশকিছু ছবি ৷ দেশ ব্যাপী জনতার কাছে বাংলার সিনেমাকে পৌঁছে দিতেই এই উদ্যোগ ৷ এক্ষেত্রে ভগীরথ অবশ্যই জিৎ ৷ জিতের হাত ধরেই প্রথম বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পায় 'চেঙ্গিজ' ৷ বেশ সাফল্যও পেয়েছিল ছবিটি ৷ তাই তারপর থেকেই অন্য ভাষাতে ছবি মুক্তির কথা ভাবতে শুরু করেছেন বাঙালি নির্মাতারা ৷ ঠিক যেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের 'রক্তবীজ' ছবিটিও মুক্তি পেতে চলেছে হিন্দি, ওড়িয়া, অহমীয়া এবং বাংলায় ৷

আর দেব তো আগেই ঘোষণা করেছিলেন, সারা দেশের মানুষের কাছে 'বাঘা যতীন'-এর কাহিনিকে তুলে ধরতে চান তিনি ৷ আর সেই কারণেই তাঁর এই উদ্যোগ ৷ এবার মুক্তি পেল ছবির হিন্দি প্রি টিজার ৷ এর আগেও বায়োপিকে দেখা গিয়েছে দেবকে ৷ 'গোলন্দাজ' ছবিতেও তিনি ফুটিয়ে তুলেছিলেন ইতিহাস প্রসিদ্ধ একটি চরিত্রকে ৷

আর এবার তাঁর লক্ষ্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলা ৷ দেশের জন্য় রক্তের আহুতি দেওয়া এই বিপ্লবীর কাহিনি পর্দায় কীভাবে ফুটিয়ে তোলেন নির্মাতারা সেটাই এখন দেখার ৷ এই ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত ৷ সঙ্গে থাকছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে 'রক্তবীজ' ছবির মূল পোস্টার, বাংলার সঙ্গে মুক্তি হিন্দি ওড়িয়া ভাষাতেও

আগামী দুর্গা পুজোয় একসঙ্গে মুক্তি পেতে চলেছে বেশ অনেকগুলি ছবি ৷ সৃজিতের 'দশম অবতার', শিবু-নন্দিতার 'রক্তবীজ', অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি' নিয়ে তো উত্তেজনা এখন থেকেই তুঙ্গে ৷ এই একগুচ্ছ ছবির সঙ্গেই টক্কর দিতে আসছে দেবের 'বাঘা যতীন' ৷ আগামী 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায় ৷ আর প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷

ABOUT THE AUTHOR

...view details