পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev Praises Birsa: 'জিনিয়াস পরিচালক', বিরসাকে দরাজ সার্টিফিকেট দেবের

আসছে দেব-বিরসা জুটির আগামী ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ তার আগেই পরিচালককে জিনিয়াস তকমা দিয়ে দিলেন অভিনেতা ৷

Dev on Birsa Dasgupta
বিরসাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেব

By

Published : Jul 20, 2023, 4:40 PM IST

কলকাতা, 20 জুলাই:দেব ব্যোমেকেশ হচ্ছেন এমন গুঞ্জন সামনে আসার পর অনেকেই ভেবেছিলেন পরিচালকের আসনে হয়তো থাকবেন সৃজিত মুখোপাধ্যায় ৷ কারণ তখন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র কাহিনি নিয়ে কাজ করার কথা চলছিল তাঁরও ৷ পরে সৃজিত নিজেই জানান, তাঁর ব্যোমকেশ দেব নন বরং তিনি বেছেছেন ব্যোমকেশ চরিত্রে আগেই ডেবিউ করে ফেলা অনির্বাণ ভট্টাচার্যকে ৷ এরপর সামনে আসে দেবের ঘোষণা ৷ অভিনেতা জানান, তিনি ব্যোমকেশ হচ্ছেন ঠিকই, তবে তাঁর ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত ৷ এবার এহেন বিরসাকে দরাজ গলায় সার্টিফিকেট দিলেন অভিনেতা ৷

কয়েকদিন ধরেই ছবির প্রচারের জন্য পর্দার পিছনের বিভিন্ন ঝলক শেয়ার করছেন দেব ৷ ঠিক যেমন এর আগে তিনি সামনে এনেছিলেন ছবির জন্য় ব্যবহৃত দুর্গটির কাহিনি ৷ এবার পরিচালকের সঙ্গে শুটিংয়ের নানান মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন তিনি ৷ ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, "ওঁর জন্য একটাই শব্দ প্রযোজ্য তা হল জিনিয়াস ৷ উনি শুধু যে নিজের কাজটা খুব ভালো জানেন তা নয় ৷ একইসঙ্গে একজন অভিনেতাকে দিয়ে কীভাবে তাঁর সর্ব শ্রেষ্ঠ কাজটা করিয়ে নিতে হয় তাও জানেন ৷ ধন্যবাদ বিরসা ৷"

বলাই বাহুল্য, দেবের ব্যোমকেশ হওয়ার স্বপ্ন পূরণ করেছেন বিরসা দাশগুপ্ত ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ আর সাহিত্য়ের পাতা থেকে উঠে আসা এই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা যে দেব করেছেন তা বোঝাই যায় ৷ এবার দেবের 'জিনিয়াস' তকমাটি সঠিক কি না, তার উত্তর দেবে সময় ৷ কারণ দেব ব্যোমকেশ হচ্ছেন শুনে অনুরাগীরা যেমন খুশি হয়েছেন হাসাহাসিও তেমনই কম হয়নি ৷

আরও পড়ুন:আন্তর্জাতিক দাবা দিবসে শুরু 'দাবাড়ু'র যাত্রা

তাই দেব ভক্তরা নিশ্চই চাইবেন 'জিনিয়াস' এই পরিচালকের হাত ধরে একেবারে অন্যরূপে পর্দায় হাজির হবেন এই সুপারস্টার ৷ তাঁর 'প্রজাপতি' ছবির মতো এবারও মানুষ সিনেমাহলে গিয়ে এই ছবি দেখুন ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ ছবিতে দেবের সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র, রজতাভ দত্ত, অম্বরিশ ভট্টাচার্য এবং সত্যম ভট্টাচার্যরাও ৷

ABOUT THE AUTHOR

...view details