পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev Byomkesh O Durgo Rohosyo: 2 কোটির ক্লাবে দেবের স্বপ্নের ব্যোমকেশ! রইল বক্স অফিসের হিসেব-নিকেশ - Dev New Film Byomkesh O Durgo Rohosyo

বক্স অফিসে দাবি 2 কোটি ছাড়াল দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ৷ বাংলা ছবি হিসাবে ভালোই আয় করছে এই রহস্য কাহিনি ৷

Pic Dev Instagram
2 কোটির ক্লাবে ব্যোমকেশ

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 12:28 PM IST

কলকাতা, 23 অগস্ট: পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' কি বক্স অফিসে সাফল্য পেল? এর আগে সারা দেশ জুড়ে রীতিমতো সাফল্য পেয়েছিল দেবের 'প্রজাপতি' ৷ আর তারপর থেকেই বড় হয়ে দেখা দিয়েছিল একটাই প্রশ্ন ৷ ব্যোমকেশ হিসাবেও কি সফল হবেন দেব? তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত সমালোচনার জবাব কি দিতে পারবেন তিনি? ছবির বক্স অফিস রিপোর্ট কিন্তু বলছে দেবের এই ছবি দর্শকের মোটামুটি পছন্দই হয়েছে ৷ মুক্তির পর থেকে 11 দিনের যে হিসাব সামনে এসেছে তা বেশ আশাপ্রদ ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে, 11 দিনে শুধু ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 1.98 কোটি ৷ আর বিশ্বব্যাপী আয়ের হিসাব কষলে তা পৌঁছেছে 2.3 কোটিতে ৷ এর আগে সারা দেশ জুড়ে দেবের 'প্রজাপতি' ছবিটি সংগ্রহ করেছিল মোট 12 কোটি টাকা ৷ স্যাকনিল্ক-এর দাবি অনুযায়ী 3 কোটির বাজেটে তৈরি হয়েছিল এই ছবিটি ৷ একথা ঠিক যে 'প্রজাপতি'র মতো সাড়া ফেলতে পারেনি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ৷

অনেক সমালোচক তো এও দাবি করেছেন, গল্পে অজিতের তুলনায় কিছুটা বেশিই প্রাধান্য পেয়েছে সত্যবতী ৷ দেব-রুক্মিণী জুটির পাশাপাশি অজিত হিসাবে এই প্রথমবার দেখা গেল অম্বরিশ ভট্টাচার্যকে ৷ সাধারণভাবে পর্দায় যে অজিতদের দেখা যায় তার থেকে একটু অন্য ধরনের এক অজিতকে নিয়ে হাজির হয়েছিলেন বিরসা ৷ তাই এই ব্যোমকেশ কাহিনি শুরু থেকেই ছিল একটু আলাদা ৷ যেখানে রহস্যের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রেমও ৷
আরও পড়ুন:অক্ষরে অক্ষরে ফলে গেল বন্ধুদের কথা, ঘুমর দেখে সায়ামির স্বপ্ন সত্যি করলেন সচিন

ছবিতে দেখা গিয়েছে রজতাভ দত্ত, সত্য়ম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের ৷ দেবের 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য'-এর বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন উঠলেই আরেকটি ছবির কথাও জানতে ইচ্ছে করবেই ৷ তা হল মৈনাক ভৌমিকের 'চিনি 2' ৷ দর্শকের মন কি জয় করতে পারলেন মধুমিতা সরকার-অপরাজিতা আঢ্যরা ৷ স্যাকনিল্ক বলছে এই ছবির বক্স অফিসে অবস্থা বেশ খারাপ ৷ 11 দিনে 'চিনি 2' ছবির সংগ্রহ মাত্র 13 লক্ষ টাকা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details