পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev Bagha Jatin Teaser: কবে আসছে 'বাঘা যতীন' ছবির টিজার ? অবশেষে মিলল উত্তর - দেবের নতুন ছবি

কবে আসছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন'-এর টিজার? এবার এই বহু প্রতিক্ষীত প্রশ্নের উত্তর নিয়ে হাজির নির্মাতারা ৷

Pic Dev Entertainment Ventures Instagram
আগামী 9 সেপ্টেম্বর আসছে বাঘাযতীন টিজার

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 1:15 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর:নানান অবতারে নিজেকে রূপোলি পর্দায় তুলে ধরছেন দেব ৷ কখনও তিনি শংকর, কখনও তিনি ব্যোমকেশ আবার কখনও তিনিই বাঘা যতীন ৷ ছবির প্রি টিজারে দেবের 'বাঘা যতীন'-এর যে ঝলক সামনে এসেছে তা বেশ নজর কেড়েছে সকলের ৷ আগামী 19 অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর আবহে মুক্তি পেতে চলেছে বাংলার এই বীর যোদ্ধার গল্প ৷ এবার সামনে এল ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷ এদিন ছবির টিজার মুক্তির তারিখ জানিয়ে নির্মাতারা লিখেছেন, "যুদ্ধ আরম্ভ হতে চলেছে আগামী 9 সেপ্টেম্বর ৷ বহু প্রতিক্ষীত বাঘা যতীন ছবির টিজার নিয়ে হাজির হতে চলেছি আমরা ৷" বুধবার একটি ছোট্ট ভিডিয়োও শেয়ার করেছেন নির্মাতারা ৷ সেখানে দেখা গিয়েছে, দেবের মুখ ঢাকা কাপড়ে ৷ তাঁর এই লুকটিও বেশ অন্যরকম ৷

কিছু দিন আগেই এই ছবির ক্ষুদিরাম বসুর চরিত্রে অভিনয় করা সামিউল আলমের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন নির্মাতারা ৷ বলাই বাহুল্য তাঁকে বেশ মানিয়েছে এই চরিত্রে ৷ এই নিয়ে দ্বিতীয়বার এই চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ এছাড়াও অরুণ রায় পরিচালিত এই ছবিতে থাকছেন সৃজা দত্ত, রোহন ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন:পুজোর শাড়ির রকমারি, মিমি দিলেন ফ্যাশন স্টেটমেন্ট

প্রি-টিজারেই বোঝা গিয়েছিল দেবের এই ছবিতে সংলাপ বেশ প্রাধান্য পেতে চলেছে ৷ "যতি মুখার্জি হয় লড়ে, না হয় মরে ৷ ধরা পড়ে না ৷" এমন সব সংলাপই বলে দেয় ছবির বাণিজ্যিক দিকটাও দেব খেয়াল রেখেছেন ভালো মতোই ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সৌনাভ বোস এবং অরুণ রায় ৷ সংলাপের দায়িত্বেও রয়েছেন সৌনাভই ৷ আর সঙ্গীতের দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায় ৷ শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পাবে 'বাঘা যতীন' ৷ পুজোয় 'জঙ্গলে মিতিন মাসি', 'রক্তবীজ' এবং 'দশম অবতার'-এর মতো ছবির সঙ্গে দেবের 'বাঘা যতীন' কেমন লড়াই দেয় সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details