কলকাতা, 30 জুলাই: 29 জুলাই বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি 'কুলপি'। বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এক বামন যুবকের ভালোবাসার গল্প । এর আগেও তাঁদের ভালবাসার গল্প ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সম্ভবত, 'ছোটদের কথা' নামক সেই ছবিতেই আমরা প্রথম দেখেছিলাম একজন বামন নায়ককে (Dev Greets Kulpi)৷
বামনরাও মানুষ, শারীরিক সমস্য়ার কারণে তাঁদের সাধারণ ইচ্ছাগুলি মরে যায় না । তাঁরাও কাউকে ভালোবাসতে পারে, তাঁদেরও মন আছে, তাঁদেরও ভালোবাসার চাহিদা আছে তা বোঝে বা বুঝতে চায় ক'জন ? বুঝেছেন পরিচালক বর্ষালি । তাই তিনি বানিয়েছেন 'কুলপি'।