কলকাতা, 3 সেপ্টেম্বর: পুরুষ পোশাকে ছেঁড়া, ফাটা জিন্সের কদর কয়েক বছর আগে থেকেই নয়া ফ্যাশন হিসাবে বাজারে এসেছে । টোর্ন জিনস, রিপড জিনসের চল এখন চতুর্দিকে ৷ সাধারণ নাগরিক থেকে সেলেব মহল এহেন জিন্স পরে স্বাচ্ছন্দ বোধ করেন সকলেই । জমে ক্ষীর স্টাইল স্টেটমেন্ট । একটু আগেকার মানুষদের এই ফ্যাশন দেখলে নাক উঁচু হয়ে যায় বৈকি ।
ঠিক যেমন দেবকে পুজোর উদ্বোধনে ছেঁড়া জিন্স পরে দেখে ভালো লাগেনি পপ কুইন ঊষা উত্থুপের । তাই তিনি ওই পুজো প্যান্ডেলেই তিনি বসে যান সূচ সুতো হাতে ৷ সেলাই করে দেন সুপারস্টারের জিন্স (Dev And Usha Utthup Funny Video)। আর এই ঘটনাটিকে মনের মণিকোঠায় বেঁধে রেখেছেন দেব (Dev New Film Kacher Manush)। সেই জিন্স পরেও পরেছেন তিনি, নিজেই জানিয়েছেন সেই কথা । দেব বলেন, "দিদি আমার কাছের মানুষ ৷ তা ছাড়া ওঁর মতো একজন লেজেন্ড আমার জিন্স সেলাই করে দিলেন এটা আমার পরম সৌভাগ্য।"