কলকাতা, 11 ফেব্রুয়ারি: একদিন দু'দিন নয়, পাক্কা পঞ্চাশ দিন পার করল অভিজিৎ সেন পরিচালিত দেব, মিঠুন জুটির বাংলা ছবি 'প্রজাপতি' । এই ছবির হাত ধরেই অনেকদিন পর বাংলা ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী । একইসঙ্গে কয়েক দশক পর মমতা শঙ্করের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন মিঠুন চক্রবর্তী । নন্দনে জায়গা পায়নি ঠিকই তবে সারা দেশ জুড়ে ব্যবসা করে দেখিয়ে দিল এই ছবি । বিভিন্ন সূত্রের খবর বলছে প্রায় দশ কোটি পার করে ফেলেছে ছবির ব্যবসা । অর্থাৎ দেবের এই ছবিকে বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রশ্নের অবকাশ নেই।
দর্শকের ভালো লেগেছে টলিউডের নতুন জুটি দেব-শ্বেতা এবং পুরনো জুটি মিঠুন- মমতাকে । উপরি পাওনা মিঠুন চক্রবর্তীর সাবলীল অভিনয় । তাঁকে ঘিরে একটা সময়ে শুরু হয় বিতর্ক । ছবিতে তাঁর অভিনয় নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেই সব ভুলে 'প্রজাপতি' আজ পঞ্চাশ দিন পার করল । প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি । মুক্তির প্রথম সপ্তাহেই মোট 2.17 কোটি টাকা আয় করে এই ছবি, যা বেশ প্রশংসনীয় । তখনই আভাস মিলেছিল দেশ জুড়ে নয়া মাইল ফলক ঠিকই স্থাপন করবে এই ছবি । গত 30 ডিসেম্বর সারা দেশে মুক্তি পায় 'প্রজাপতি' (Projapati Success Bash)।