পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev-Sweta New Movie : দেবের নতুন 'প্রজাপতি' শ্বেতা - Dev Sweta New Movie

যমুনা ঢাকি এবার পাড়ি দিচ্ছেন 'প্রজাপতি'-তে ৷ বড় পর্দায় ডেবিউ করছেন শ্বেতা ভট্টাচার্য । এমনকী তাঁর বিপরীতে যিনি রয়েছেন তিনি সুপারস্টার দেব (Dev and Sweta New Movie Projapoti)। শ্বেতার এই নয়া সফর শুরু হচ্ছে জুলাই থেকে।

New Moivie projapoti
বড় পর্দায় ডেবিউ করছেন শ্বেতা ভট্টাচার্য

By

Published : Jun 19, 2022, 12:22 PM IST

কলকাতা, 19 জুন : অভিজিৎ সেনের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'প্রজাপতি' (Dev and Sweta New Movie Projapoti)। এখানে দু'জোড়া নায়ক-নায়িকাকে দেখবেন দর্শক । একদিকে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের মতো দু'জন প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রী । অন্যদিকে দেব এবং শ্বেতা ওরফে 'যমুনা ঢাকি' ।

মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে দেখা যাবে দেবকে । অন্যদিকে শ্বেতার চরিত্রটি বেশ সাদামাটা। 'সো-কলড' নায়িকারা যেমন ইমেজে ধরা দেন, শ্বেতাকে সেভাবে পাবেন না দর্শকরা । মনে হবে যেন পাশের বাড়ির চেনা মেয়েটা, মানে যমুনা বা ঝুমকোর মতো । সম্প্রতি শেষ হয়েছে শ্বেতা অভিনীত ধারাবাহিক 'যমুনা ঢাকি' । কেরিয়ারের শুরু থেকে লিড রোলেই তাঁকে পেয়েছেন বাংলা টেলিভিশনের দর্শকগণ । বড় পর্দাতেও স্বল্প সময়ের রোল করেছেন । এবার সটান নায়িকার ভূমিকায় ।

শ্বেতার উচ্ছ্বাসের আরও কারণ রয়েছে । তাঁর সব শর্ত মেনে নিয়েছেন পরিচালক এবং প্রযোজক । শর্ত বলতে, শ্বেতা ছোট পোশাকে স্বচ্ছন্দ নন, ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নন, এমনকী স্লিভলেশ পোশাকেও তাঁর আপত্তি । এই সব কারণ মেনে নিয়েই রাজি হয়েছেন অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন । জুলাই থেকেই শুরু হবে শ্যুটিং । শ্বেতার কথায়, "অতনু দা, অভিজিৎ দা'র সঙ্গে কাজ করব । দেবের নায়িকা হব । এই তিনটে এক্সাইটমেন্ট কাজ করেছে আমার এই ছবিটাতে রাজি হওয়ার জন্য ।"

বড় পর্দায় ডেবিউ করছেন শ্বেতা ভট্টাচার্য

আরও পড়ুন :'গ্ল্যাম ফেস অব বেঙ্গল' খুঁজতে মঞ্চে র‍্যাম্প ওয়াকে অরিজিৎ দত্ত, নীল, ঊষসীরা

এই ছবির হাত ধরেই প্রথমবার সঙ্গীত পরিচালনায় রথীজিৎ ভট্টাচার্য । এর আগে সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' সহ বহু ছবিতে মিউজিক প্রোডিউসার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি । এবার একেবারে সুরকারের ভূমিকায় । এমনকী অভিজিৎ সেনের আগের ছবি 'টনিক'-এরও মিউজিক প্রোডিউসার ছিলেন তিনি । সবমিলিয়ে গুণীদের ভিড়ে ফের একবার জমজমাট হতে চলেছে অভিজিতের ছবি । যেখানে দেব পাচ্ছেন বড়পর্দার আনকোরা নতুন এক নায়িকাকে । আর টলিউড পেতে চলেছে নতুন জুটিকে ।

'টনিক', 'কিশমিশ'-এর দুর্দান্ত সাফল্যের পর দেবের 'প্রজাপতি' কতদূর পাখা মেলে তার দিকে তাকিয়ে থাকবেন দর্শক । কারণ দর্শকের প্রত্যাশা তাঁকে নিয়ে আকাশছোঁয়া । অতনু রায়চৌধুরী নিবেদিত, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রণব কুমার গুহ প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত এই ছবি দর্শক দরবারে কবে আসবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে । অন্যদিকে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ' মুক্তি পাবে 30 সেপ্টেম্বর ।

ABOUT THE AUTHOR

...view details