কলকাতা, 4 জুন :এক পর্দায় দুই তারকা, এমন পয়সা উসুল সুযোগ পেলে কে না দেখতে চাইবে ! আর তার উপর যদি প্রধান চরিত্রের নাম দুটি দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে তো রীতিমত পোয়া বারো ৷ এই জুটিকে একসঙ্গে দেখার জন্য় বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন অনেকেই ৷ এবার অবশেষে সফল হল সেই স্বপ্ন ৷ দেব-বুম্বা জুটির এই নতুন ছবির নাম 'কাছের মানুষ' (Dev Prosenjit New Film Kacher Manush Is Coming Soon) ৷
আজ, শনিবার ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন দেব নিজেই ৷ পোস্টারে দেখা যাচ্ছে ছবি রিলিজের তারিখ 30 সেপ্টেম্বর ৷ আর সেই তিরিশেরই তিন সংখ্যার উপর বসে রয়েছেন প্রসেনজিৎ আর শূন্যর উপর দেব ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে দেব লিখেছেন, "এবার পুজো কাটুক "কাছের মানুষ" - এর সাথে । 30 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আমরা প্রস্তুত ৷"