পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

BaghaJatin Hindi Poster: 'বাঘা যতীন' ছবির হিন্দি পোস্টার নিয়ে হাজির দেব, টিনসেল টাউনে পাড়ি মহানায়কের ?

নতুন ছবি 'বাঘা যতীন'-এর হিন্দি পোস্টার নিয়ে হাজির হলেন দেব ৷ তবে কি এবার বলিউডে টক্কর দেবেন তিনি?

Dev Adhikari Shares BaghaJatin Hindi Poster
বাঘাযতীনের হিন্দি পোস্টার শেয়ার

By

Published : Jun 23, 2023, 3:31 PM IST

কলকাতা, 23 জুন:কয়েকদিন আগেই বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে জিতের 'চেঙ্গিজ' ৷ আর সারা দেশ জুড়ে বেশ সাফল্য কুড়িয়েছে বাঙালি সুপারস্টারের এই ছবি ৷ আর এবার শুক্রবার তাঁর নতুন ছবি 'বাঘা যতীন'-এর হিন্দি পোস্টার লঞ্চ করলেন দেব ৷ এদিন সকালে ছবির দু'টি পোস্টার সামনে আনা হয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে ৷ তার একটি বাংলা এবং অপরটি হিন্দি ৷ যা দেখে অনেকের মনেই জেগেছে একটা অতি স্বাভাবিক প্রশ্ন ৷ তবে কি এবার হিন্দিতেও মুক্তি পেতে চলেছে বাঙালি বিপ্লবীর কাহিনি ৷

আগে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে অরুণ রায় পরিচালিত এই ছবি ৷ কিন্তু পরে বদল করা হয় এই তারিখ ৷ জানা যায় পুজোর ছুটিতে অর্থাৎ 20 অক্টোবর আসতে চলেছে এই ছবি ৷ আজ যে পোস্টার মুক্তি পেয়েছে তাতে দেখা গিয়েছে গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি আর পুলিশি পোশাকে দাড়িয়ে এক তরুণ তাঁর হাতে গাদা বন্দুক ৷

এদিন ছবির ক্যাপশন বাংলার পাশাপাশি লেখা হয়েছে হিন্দি এবং ইংরাজি ভাষাতেও ৷ বাংলা পোস্টারটির ক্যাপশনে যা লেখা হয়েছে তা হল, "শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট! ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সবচেয়ে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' আসছে এই দুর্গাপূজোয় ৷" তবে ছবিটি হিন্দিতে মুক্তি পাচ্ছে কি না তা নিয়ে দেব বা অন্য় কেউ এখনও অফিসিয়ালি কিছুই জানাননি ৷

আরও পড়ুন:সত্যিই কি 80 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন ? মুখ খুললেন রশ্মিকা

গত কয়েকদিন ধরে মূলত দেবের 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য়' ছবি নিয়েই বেশি চর্চা চলেছে ৷ তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল 'বাঘা যতীন'-ও ৷ এই ছবির প্রথম লুকও সামনে এসেছে ইতিমধ্য়েই ৷ দেবের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন সৃজা দত্ত ৷ সৃজা একেবারেই নবাগতা ৷ তাঁকেই এবার বেছে নেওয়া হয়েছে দেবের বিপরীতে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details