পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dev Adhikari New Film: শুরু 'প্রধান'-এর শুটিং, ব্যোমকেশের সাফল্যের মাঝেই খবর দিলেন দেব - Dev Adhikari New Film Pradhan

শুরু হয়ে গেল দেবের নতুন ছবি 'প্রধান'-এর শুটিং ৷ পোস্টার শেয়ার করে নিজেই অনুরাগীদের জানালেন অভিনেতা ৷

Pic Dev Adhikari Instagram
শুরু প্রধান ছবির শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 12:10 PM IST

কলকাতা, 25 অগস্ট:শুক্রবার এলেই উইকএন্ডের কথা মনে পড়ে যায় কমবেশি সকলেরই ৷ এবার কিন্তু সপ্তাহান্তের ছুটি শুরুর আগেই একটা দারুণ খবর দিলেন দীপক অধিকারী ৷ ভাবছেন দেব বলছি না কেন? আসলে নতুন ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেটাই মনে করিয়ে দিল তাঁর পোশাকি নামটি ৷ নতুন ছবি মানে যে 'প্রধান' তা নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই ৷ আর এই ছবিতে দেবের চরিত্রের নামও হতে চলেছে দীপক ৷ তবে তার পদবী প্রধান ৷ শুক্রবার সকালে দেব জানালেন ছবির শুটিং শুরু হয়ে গেল আজ থেকেই ৷

এদিন ছবির একটি পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা ৷ পোস্টারে যদিও তাঁর মুখ দেখা যায়নি ৷ তবে দেখা গিয়েছে দীপক প্রধান নামের এক পুলিশ অফিসারকে ৷ বোঝাই যায় এই চরিত্রেই দেখা যাবে দেবকে ৷ পোস্টারেই উল্লেখ রয়েছে শুটিং শুরু হতে চলেছে আজ থেকেই ৷ ছবির ক্য়াপশানে দেব লেখেন,"আজ থেকে প্রধান ছবির শুটিং শুরু ৷ সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমা-হলে দেখা হচ্ছে ৷"

আগেই জানা গিয়েছিল এই ছবিতে সবচেয়ে বড় চমক দু'টি ৷ একদিকে পরিচালক অভিজিৎ সেন দেবের বিপরীতে এবারও সুযোগ দিতে চলেছেন ধারাবাহিকে এক পরিচিত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে ৷ অন্যদিকে ছবিতে দেখা যাবে বাংলার আরেক হার্টথ্রব নায়ক সোহম চক্রবর্তীকে ৷ দেব-সোহমের জুটকে পর্দায় দেখার জন্য এখন রীতিমতো মুখিয়ে সকলে ৷

আরও পড়ুন:বুধে চাঁদে পা, পরদিন নাম্বির জাতীয় পুরস্কার! লক্ষ্মীবারে অদ্ভূত সমাপতন

দেবের শেষ ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' বেশ ভালোই চলছে বক্স অফিসে ৷ ইতিমধ্যেই 2 কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে এই ছবি ৷ বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি সফল হবে কি না তা নিয়ে বড় প্রশ্ন ছিল অনেকের মনেই ৷ কারণ প্রথম যখন শোনা যায় দেব হতে চলেছেন ব্যোমকেশ আর রুক্মিণী সত্যবতী তখন থেকেই কটাক্ষের বান ডেকেছিল নেটপাড়ায় ৷ কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালোই সাড়া ফেলেছে ছবিটি ৷

ABOUT THE AUTHOR

...view details