কলকাতা, 24 জুলাই: ব্যোমকেশ কাহিনির জটিল জাল নির্মাতাদের আকর্ষণ করেছে বারবার ৷ তাই কখনও সত্যজিৎ রায়, কখনও ঋতুপর্ণ ঘোষ কখনও বা অঞ্জন দত্ত ব্যোমকেশের গল্পকে পর্দায় তুলে ধরেছেন নিজেদের মতো ৷ ঠিক যেমন বর্তমানে দুই পরিচালক ব্যোমকেশের একই কাহিনি নিয়ে ভিন্ন ভিন্ন দু'টি কাজ করতে চলেছেন ৷ একজন বানাচ্ছেন ওয়েব সিরিজ এবং অন্যজন বড়পর্দার ছবি ৷ পরিচালকদ্বয়ের নাম যে সৃজিত মুখোপাধ্যায় এবং বিরসা দাশগুপ্ত তা বোধহয় না বললেও চলে ৷ এবার সামনে বিরসার 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷
তাঁর ব্যোমকেশ হিসাবে দেবকেই বেছে নিয়েছেন বিরসা ৷ সত্য়বতী হয়েছেন রুক্মিণী আর প্রতিভাবান অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য এবার পেয়েছেন অজিতের চরিত্রটি ৷ সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ দূর্গের মধ্য়ে গল্পের অন্যান্য চরিত্র অর্থাৎ ঈশানবাবু, রাম বিনোদ, মণিলাল, হরিপ্রিয়া, তুলসি, রামকিশোরদেরও দেখা মিলেছে ৷ প্রতিহিংসা কীভাবে মানুষকে শেষ করে দেয় তারই কিছু উদাহরণ হাজির করবে এই গল্প ৷