কলকাতা, 15 এপ্রিল:বৈশাখের প্রথম দিন মানেই নতুন বছর শুরু ৷ আর এই নতুন বছরের শুরুতে নতুন কাজের ঘোষণা করছেন অনেকেই ৷ ঠিক যেমন 'সাবাশ ফেলুদা' এবং 'জঙ্গলে মিতিন মাসি' দু'টি প্রজেক্ট নিয়েই বড় আপডেট দিয়েছেন অরিন্দম শীল ৷ এবার আরও একটি বড় উপহার দিলেন দেব ৷ পয়লা বৈশাখে অনুরাগীদের নতুন ছবির খবর দিলেন দেব ৷ ছবির নামও এদিন সকলকে জানিয়ে দিলেন দেব ৷
এর আগে বিপুল সাফল্য পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি' ৷ এই ছবিতে দেব-মিঠুনের কাজ দেখে মন ভরে গিয়েছে অনুরাগীদের ৷ সারা ভারত জুড়ে 'প্রজাপতি' চলেছে দাপটের সঙ্গে ৷ বাবা-ছেলের সম্পর্কের এই মিষ্টি গল্প মন দাগ রেখে গিয়েছে ৷ এবার তাঁর নতুন ছবির জন্য় আরও একবার অভিজিৎ সেনের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন দেব ৷ তাঁর এই নতুন ছবির কথা ঘোষণা করে দেব এদিন লেখেন, "এসে গেল আমার নতুন ছবির নাম ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গলি টকিজের প্রযোজনায় আসছে 'প্রধান' ৷ পরিচালক অভিজিৎ সেন ৷"