নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ ৷ আগামী 14 সেপ্টেম্বর তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Delhi Police Summons Jacqueline)৷
12 সেপ্টেম্বর জ্যাকলিনকে (Jacqueline Fernandez) জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দিল্লি পুলিশের ৷ কিন্তু আগে থেকেই কিছু কাজ নির্ধারিত থাকায় অভিনেত্রী ওই তারিখের বদলে অন্য কোনও তারিখে তাঁকে ডাকার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ সেই আবেদন মেনেই জ্যাকলিনকে 14 তারিখ হাজিরা দিতে বলা হয়েছে ৷ সে দিনই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ ৷ এই খবর নিশ্চিত করে এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, 14 সেপ্টেম্বর (September 14) মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে বেলা 11টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে জ্যাকলিনকে (Delhi Police issues fresh summons to Jacqueline)৷
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে বলিউডের অভিনেত্রীকে ৷ গত মাসে এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷ তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷