পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Delhi Police Summons Jacqueline: জ্যাকলিনকে ফের সমন, বুধে হাজিরার নির্দেশ দিল্লি পুলিশের - Delhi Police issues fresh summons to Jacqueline

জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) ফের সমন পাঠাল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং(Delhi Police Summons Jacqueline) ৷ 14 সেপ্টেম্বর, আগামী বুধবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Delhi Police issues fresh summons to Jacqueline Fernandez to appear on September 14
জ্যাকলিনকে ফের সমন, বুধে হাজিরার নির্দেশ দিল্লি পুলিশের

By

Published : Sep 12, 2022, 6:21 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) নতুন করে সমন পাঠাল দিল্লি পুলিশ ৷ আগামী 14 সেপ্টেম্বর তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Delhi Police Summons Jacqueline)৷

12 সেপ্টেম্বর জ্যাকলিনকে (Jacqueline Fernandez) জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দিল্লি পুলিশের ৷ কিন্তু আগে থেকেই কিছু কাজ নির্ধারিত থাকায় অভিনেত্রী ওই তারিখের বদলে অন্য কোনও তারিখে তাঁকে ডাকার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ সেই আবেদন মেনেই জ্যাকলিনকে 14 তারিখ হাজিরা দিতে বলা হয়েছে ৷ সে দিনই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ ৷ এই খবর নিশ্চিত করে এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, 14 সেপ্টেম্বর (September 14) মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে বেলা 11টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে জ্যাকলিনকে (Delhi Police issues fresh summons to Jacqueline)৷

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে বলিউডের অভিনেত্রীকে ৷ গত মাসে এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷ তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷

আরও পড়ুন:সুকেশ চন্দ্রশেখরের মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজই নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিরাও মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে 200 কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজরা অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ ৷ উপহারের তালিকায় দামি গাড়ি থেকে শুরু করে গয়না ছিল ৷ ইডির সামনে জ্যাকলিন একাধিকবার তাঁর এবং পরিবারের সদস্যদের সুকেশের থেকে পাওয়া উপহার নিয়ে নিজের অবস্থান বদল করেছিলেন ৷ ফলে এই ঘটনায় জ্যাকলিনের যোগ নিয়ে ইডি আধিকারিকদের সন্দেহ আরও বাড়ে ৷

আগেই ইডি জানিয়েছিল যে, 2021 সালের 30 অগস্ট ও 20 অক্টোবর জ্যাকলিনের বিবৃতি রেকর্ড করা হয়েছে, যেখানে তিনি স্বীকার করে নিয়েছেন যে, চন্দ্রশেখরের থেকে তিনি অনেক সময়ই উপহার গ্রহণ করেছেন ৷ বেঙ্গালুরুর বাসিন্দা সুকেশ বর্তমানে দিল্লির সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে 10টি ফৌজদারি মামলা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details