নয়াদিল্লি, 11 নভেম্বর: রশ্মিকা মান্দানার মুখের ছবি নিয়ে তাতে প্রযুক্তিগত কারচুপি করে অপর একজনের শরীরে বসিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। তারপর থেকে এই 'ডিপফেক' ভিডিয়ো কাণ্ডকে নিয়ে শোরগোল পড়ে যায় গোটা দেশে। এবার সেই ঘটনায় অভিনেত্রীর রশ্মিকার পাশে দাঁড়াল পুলিশ ৷ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত ৷ দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, রশ্মিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিয়োর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধির 1860-এর 465 ও 469 ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, 2000-এর 66সি ও 66ই ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ এর পাশপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলও তদন্ত শুরু করেছে ৷
এর আগে দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানায় ৷ সোশাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার 'ডিপফেক ভিডিয়ো' ভাইরাল হওয়ার পর দিল্লি মহিলা কমিশনের এক বিবৃতিতে বলা হয়, অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া 'ডিপফেক ভিডিয়ো' প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিয়োয় ব্যবহার করেছে।