নয়াদিল্লি, 20 এপ্রিল:ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যাকে নিয়ে ইউটিউব চ্যানেলে ভুয়ো খবর প্রচার বন্ধ করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সম্প্রতি আদালতের কাছে এই আবেদন জানিয়েছিল আরাধ্যাই ৷ ঐশ্বর্য-কন্যা জানিয়েছিল, সে নাবালিকা তাই তাঁকে নিয়ে যেন কোনও ধরনের ভুয়ো খবর প্রচার করা না-হয় ৷ এই আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করে বিচারপতি সি. হরি শঙ্কর ইউটিউব চ্যানেলগুলিকে আরাধ্য়া সংক্রান্ত ভিডিয়ো সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেন ৷
আদালতের বক্তব্য, 1-9 এপ্রিল পর্যন্ত যে যে চ্য়ানেলগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা এই বিষয়ের সঙ্গে জড়িত বা এই ধরনের ইউআরএলের সঙ্গে সম্পর্কিত কোনও ভিডিয়ো প্রকাশ, আপলোড বা প্রচার করতে পারবে না ৷ আরাধ্য়ার স্বাস্থ্য় সংক্রান্ত যে যে ভিডিয়ো ইতিপূর্বে আপলোড করা হয়েছে তা সে ইন্টারনেটের যে কোনও চ্য়ানেলেই হোক না কেন, তার প্রচার বন্ধ করতে হবে ৷
গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (অভিযোগ সেল) কেও এই মামলায় পক্ষ করা হয়েছিল ৷ বিচারক জানান, আরাধ্য়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনও ভিডিয়ো ক্লিপ যদি সোশাল মিডিয়ায় থাকে তাহলে গুগল সেই ভিডিয়োগুলি সরিয়ে দেওয়ার জন্য় উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ একইসঙ্গে আদালতের পক্ষ থেকে কেন্দ্রকেও এই সংক্রান্ত বা এর সঙ্গে যোগ রয়েছে এরকম সমস্ত ভিডিয়ো এবং কন্টেন্টের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷