নয়াদিল্লি, 17 মে:'জওয়ান' ছবির ফুটেজ ফাঁসের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট ৷ এই ঘটনায় যুক্ত যে সকল টুইটার ব্যবহারকারী, তাদের বিস্তারিত তথ্য মাইক্রোব্লগিং সাইটকে প্রকাশ করতে বলল আদালত ৷ সকল ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, ফোন নম্বর, ই-মেল আইডি-সহ অন্যান্য় তথ্য় আদালতে জমা করার নির্দেশ দিল বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ ৷ এর আগেই এই ঘটনায় ইউটিউব, টুইটার এবং রেডিটকে সমস্ত ভাইরাল ক্লিপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার এই মামলায় আরও এক ধাপ এগল এই আদালত ৷
ছবির দৃশ্য় ফাঁসের বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতের দারস্থ হয়েছিল 'জওয়ান'-এর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেড ৷ অভিযোগে দাবি করা হয়েছিল, পাঁচটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এমন কিছু পোস্ট করা হয়েছে যা নিয়ম লঙ্ঘন করেছে ৷ রেড চিলিস এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এও অভিযোগ করা হয়, যারা এই কাজটি করেছে তাদের কোম্পানির সিস্টেমে ফাঁস হওয়া ফুটেজগুলো উপলব্ধ রয়েছে ৷ তাই তাদের নাম, ঠিকানা-সংক্রান্ত তথ্য় সামনে আসা অত্যন্ত জরুরী ৷