পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepikaka-SRK at Mumbai Party: ফ্রাইডে পার্টিতে হট অবতারে দীপিকা-শাহরুখ, ভাইরাল ভিডিয়ো - জওয়ান

মুম্বইয়ে এক পার্টিতে দেখা গেল জওয়ান জুটি দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানকে ৷ একটি বিখ্যাত রেস্তোরাঁয় কিং খানের মেয়ে সুহানা খান এবং স্ত্রী গৌরী খানকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে ৷

Etv Bharat
পার্টিতে দীপিকা-শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 3:35 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর: শুক্রবার রাতে মুম্বইয়ের এক পার্টিতে দেখা গেল শাহরুখ খান, সুহানা খান ও গৌরি খানকে ৷ সেই পার্টিতে অংশগ্রহণ করেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি ভাগনানি, রাকুল প্রীত, করণ জোহর, চাঙ্কি পান্ডে, রাজকুমার হিরানি ও সুনীল শেট্টি ৷ তারকাখচিত এই পার্টিতে বলিউড সেলেবদের ল্যাভিশ অবতার নজর কেড়েছে সোশাল মিডিয়ায় ৷

বলিউড বাদশাকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ সুপারস্টারের কুল এই লুক দেখে মজেছে নেটপাড়া ৷ কালো কোর্ট প্যান্টের সঙ্গে চুলে বেঁধেছেন ছোট্ট পনিটেল ৷ কিং খানের সঙ্গে ম্যাচিং করে সেজেছেন মেয়ে সুহানা খান ও স্ত্রী গৌরি খান ৷ মা-মেয়ে দুজনকেই দেখা গিয়েছে কালে পোশাকে ৷ অন্যদিকে, এই পার্টিতে 'মস্তানি' দীপিকাকে দেখা গিয়েছে লাল পোশাকে ৷ দীপিকার হট অবতার আগুন লাগিয়েছে নেট দুনিয়ায় ৷ স্টাইলের দিক থেকে কম যান না সিদ্ধার্থ মালহোত্রাও ৷ মুম্বইয়ে রেস্টুরেন্ট ঢোকার মুখে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেন শেরশাহ অভিনেতা ৷

এর আগে জওয়ান জুটি দীপিকা-শাহরুখকে দেখা গিয়েছিল মুম্বইয়ের আইওসি সেশনের ওপেনিং সেরেমনিতে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবির সুপার সাকসেসের পর দীপিকা-শাহরুখ জুটি বাঁধেন অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে ৷ ক্যামিও চরিত্রে দীপিকাকে দেখা গেলেও অল্প সময়ে স্ক্রিনে এসে অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন অভিনেত্রী ৷ জওয়ান ছবির বক্সঅফিস বিজয় রথ এখনও চলমান ৷ ডোমেস্টিক বক্স অফিসে এই ছবির কালেকশন 650 কোটি টাকার বেশি ৷

অন্যদিকে, পার্টিতে দীপিকা অন্য অবতারে দেখা গেল, মুম্বই বিমান বন্দরে তাঁর এয়ারপোর্ট লুক ছিল ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ ৷ পার্টি থেকে বেরিয়ে পোশাক পরিবর্তন করেই পিকু খ্যাত অভিনেত্রী দেখা যায়, বিমান বন্দরে ৷ ইতিমধ্যেই একাধিক প্রোজেক্টে কাজ করছেন দীপিকা ৷ হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার', প্রভাসের সঙ্গে 'কালকি 2898 এডি' ও রোহিত শেট্টির 'সিংঘম এগেইন'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ৷

আরও পড়ুন: কঙ্গনার পরিবারে নতুন সদস্য, ভাইপোকে কোলে নিতেই চোখে জল পিসির

ABOUT THE AUTHOR

...view details