পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepika on Pathaan Controversy: পাঠান বিতর্কের সময় কীভাবে শান্ত থেকেছেন ? জানালেন দীপিকা - দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক খবর

পাঠান বিতর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন (Deepika on Pathaan Controversy)। কীভাবে তিনি চার বছর পর শাহরুখ খানকে পর্দায় ফিরিয়ে আনার চলচ্চিত্র বয়কটের দাবিতেও নিজেকে শান্ত রেখেছিলেন, তা প্রকাশ করলেন 'বেশরম' স্টার ৷

Deepika on Pathaan Controversy ETV Bharat
পাঠান বিতর্কে দীপিকা পাড়ুকোন

By

Published : Feb 28, 2023, 5:39 PM IST

হায়দরবাদ, 28 ফেব্রুয়ারি: বক্স অফিসে একের পর এক রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান (Deepika on Pathaan Controversy) ও ডিভা দীপিকা পাড়ুকোনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি পাঠান ৷ কিন্তু এটা হল কীভাবে !

বাস্তবে দেখা গিয়েছে, পাঠান দর্শকদের কাছে পৌঁছনোর আগেই এই ছবি নিয়ে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল । বেশরম রঙের গানটি মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত ৷ যার ফলে সংসদে এবং বেশ কয়েকটি রাজ্যে পাঠান বয়কটের দাবি ওঠে ৷ চলচ্চিত্রের পরিচালক সিদ্ধার্থ আনন্দ আগেই স্বীকার করে নিয়েছিলেন যে, পাঠান মুক্তির আগেই তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছিল এই বিতর্ক ৷

অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এমন সমালোচনা ও ছবি বয়কটের ডাক আগেও উঠেছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone latest news) ছবির ক্ষেত্রে । 2018 সালে পদ্মাবত মুক্তির পর তাঁকে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল ৷ 2020 সালে তাঁর প্রথম প্রযোজনা ছাপাক বয়কটেরও দাবি উঠেছিল ৷ জনতার দ্বারা আক্রান্ত হওয়ার পর ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) পরিদর্শনেও গিয়েছিলেন দীপিকা ৷ তবে তাতে বিতর্ক থামেনি ৷

পাঠান যখন বিতর্ক সৃষ্টি করে, তখন প্রতিকূলতা মোকাবিলায় অভিজ্ঞ দীপিকা পাড়ুকোন নিজেকে শান্ত রেখেছিলেন । কিন্তু কীভাবে তিনি এটা করেন ? অভিনেত্রী একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছেন, "অভিজ্ঞতা এবং পরিপক্কতা" তাঁকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছে ৷ এ ক্ষেত্রে তাঁর স্পোর্টস ব্যাকগ্রাউন্ড বিশেষ কার্যকরী হয় ৷ কারণ খেলাধূলাই তাঁকে সংযম ধরে রাখতে শিখিয়েছিল ।

আরও পড়ুন:সিটাডেলের শুটিংয়ে ক্ষতবিক্ষত সামান্থা, শেয়ার করলেন ছবি

এসআরকে-এর সঙ্গে তার সমীকরণ সম্পর্কে বলতে গিয়ে পিকু তারকা বলেন যে, শাহরুখের মতো একজন সুপারস্টার তাঁর মতো একজন নবাগতাকে দ্বৈত ভূমিকায় গ্রহণ করার অগাধ বিশ্বাস দেখিয়েছিলেন বলেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল । দীপিকা আরও প্রকাশ করেন যে, তিনি অডিশন ছাড়াই ওম শান্তি ওম -এর কাজ পান ।

তাঁর মতে, এসআরকে-এর সঙ্গে তাঁর সম্পর্কের সবচেয়ে সুন্দর অংশ হল যে, তাঁরা একে অপরের সম্পর্কে কী অনুভব করেন তা প্রকাশ করার জন্য তাঁদের শব্দের প্রয়োজন হয় না ৷ কারণ তাঁদের অনুভূতি প্রকাশ করার জন্য একটি আলিঙ্গনই যথেষ্ট ।

ABOUT THE AUTHOR

...view details