হায়দরাবাদ, 26 জুন:হায়দরাবাদের উদ্দেশে রওনা দিলেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন ৷ জানা গিয়েছে, তাঁর আপকামিং ফিল্ম প্রজেক্ট কে-র শুটিং-এর জন্য তিনি পাড়ি দিয়েছেন নিজামের শহরে ৷ নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানি ৷
হায়দরাবাদে যাত্রার সময় মুম্বই বিমানবন্দরে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে ৷ ইনস্টাগ্রামে এক পাপারাৎজি তাঁর অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দীপিকাকে বাদামি ট্র্যাকস্যুটে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে । ওয়াইড-লেগ ট্র্যাক প্যান্ট এবং সামনে জিপার-সহ একটি কলার জ্যাকেটে একেবারে সাধারণ লুকেও মোহময়ী দেখাচ্ছিল দীপিকাকে ৷ তাঁর সঙ্গে ছিল একটি ম্যাচিং বাদামি ব্যাগ, একজোড়া সানগ্লাস এবং সাদা স্নিকার্স ৷ চুল পনিটেইলে বাঁধা । বিমানবন্দরে ঢুকে যাওয়ার আগে একগাল হেসে পাপারাৎজিদের জন্য পোজও দেন বলিউডের 'মস্তানি'।
দীপিকার সেই ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর ভক্তরা তাঁর প্রশংসায় ঝাঁপিয়ে পড়েছেন কমেন্ট সেকশনে । একজন ভক্ত লিখেছেন, "দীপিকা দ্য কুইন ।" অন্য একজন ভক্ত মন্তব্য করেন, "অত্যাশ্চর্য!" আরও একজনের কথায়, "আমার ভালোবাসা..খুব সুন্দর !!" একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "অন্যরা তো যা পান, তাই পরে নেন ৷ স্টাইল কাকে বলে সেটা শুধু জানেই ইনিই ।"
আরও পড়ুন:কখনও পাশে রাজ-ইউভান, ধরা দিলেন মৌনিদের সঙ্গেও; দেখে নিন শুভশ্রীর ছুটির ডায়েরি
এ দিকে, রবিবার নির্মাতাদের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, কমল হাসান প্রজেক্ট কে-তে নেগেটিভ রোলে অভিনয় করবেন । সর্বশ্রেষ্ঠ প্যান-ইন্ডিয়া প্রজেক্টগুলির মধ্যে অন্যতম এই প্রজেক্ট কে, যেখানে কমল হাসান ও প্রভাসকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে । ছবির প্রায় 70 শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে ৷ দীপিকা ও বিগ বি-র দৃশ্য এখনও শেষ হয়নি । প্রজেক্ট কে একটি দ্বিভাষিক চলচ্চিত্র, যা একই সঙ্গে হিন্দি এবং তেলুগু ভাষায় বিভিন্ন স্থানে শুট করা হয়েছে ।