পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

লস অ্যাঞ্জেলস থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা, 'ব্ল্যাক লেডি'র কিলার লুকে ঘায়েল নেটপাড়া - দীপিকা পাড়ুকোন

Deepika Padukone: লস অ্যাঞ্জেলেসে বসেছিল 2023 অ্যাকাডেমি একাডেমি মিউজিয়াম মিউজিয়াম গালার আসর ৷ সেখানে অংশ নেওয়ার পর বুধবার সকালে মুম্বইয়ে ফিরেছেন দীপিকা পাড়ুকোন। বিমানবন্দরে তাঁকে দেখা গেল কালো পোশাকে ৷ 'বেশরম' গার্লের এই কিলার লুক দেখে পাগল নেটপাড়া ৷

ব্ল্যাক লেডি দীপিকা
Deepika Padukone

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 2:33 PM IST

মুম্বই, 6 ডিসেম্বর: কিলার লুক ধরা দিয়ে সকাল সকাল বিদেশ থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা পাড়ুকেন ৷ মায়ানগরীতে বুধবার সকালে রণবীর-পত্নী ক্যমেরায় ধরা দিলেন 'ব্ল্যাক লেডি' হয়ে ৷ তাঁর এই লুকে ঘায়েল নেটপাড়া ৷ দীপিকার এই ভিডিয়ো ইতিমধ্যই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বুধবার তাঁর পরনে ছিল কালো রংয়ের হাইনেক ফুল স্লিভ টি-শার্ট ৷ তার ওপরে ছিল ব্ল্যাক জ্যাকেট ৷ প্যান্টের রংও ছিল ব্ল্যাক ৷ পায়ে ছিল হাইহিল বুটস ৷ আর সবথেকে আকর্ষণ ছিল বলিউড ডিভার ব্ল্যাক রংয়ের সানগ্লাস ৷

ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে সম্প্রতি বসেছিল 2023 অ্যাকাডেমি মিউজিয়াম গালার আসর। রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছিলেন তারকারা। ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রথমবার অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে প্রথম সারিতে নিজের জায়গা করার পর দীপিকা হলিউডেও তাঁর ছাপ রেখেছেন ইতিমধ্যেই। সোমবার রাতে 2023 সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকাখোচিত সেই সন্ধ্য়ায় চাঁদের হাটে ছিলেন দীপিকাও।

বলার অপেক্ষা রাখে না যে অভিনেত্রীর তুখোড় ফ্য়াশন সেন্স অনুরাগীমহলে সমাদৃত। দীপিকা ভালো করেই জানেন রেড কার্পেটে কীভাবে দ্যুতি ছড়াতে হয়। 2023 সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রংয়ের মখমলে গাউনে লাল গালিচায় হাজির হয়েছিলেন দীপিকা। গ্ল্যামারে মোড়া রাতের জন্য একেবারে আদর্শ তাঁর এই পোশাক। দীপিকার রেড কার্পেটে লুক ছিল, এক কাঁধ খোলা গাউন, যেটি মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে। হাতে ছিল সাদা রংয়ের ব্যাঙ্গেল ৷ আঙুলে ছিল সাদা রংয়ের একাধিক আংটিও ৷ দীপিকার লুক নিয়ে প্রশংসার বন্যা বয়েছে নেট দুনিয়ায়। আর আজ ফের একবার বলিউডের এই হট ডিভার লুকে কুপোকাত নেটপাড়া।

দীপিকার আসন্ন ছবি ফাইটার ৷ সম্প্রতি, স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নি চরিত্রে তাঁর চরিত্রের পোস্টার উন্মোচন হয়েছে। আগামী বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

আরও পড়ুন:

  1. কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও
  2. 'বছরের সেরা ট্রেলার', মিঠুনের কাবুলিওয়ালা অবতারে মুগ্ধ দেব
  3. 'ইন্তেজার খতম হুয়া', বাদশাহি কায়দায় 'ডাঙ্কি'র রঙিন ট্রেলার শেয়ার করলেন কিং খান

ABOUT THE AUTHOR

...view details