মুম্বই, 2 অগস্ট:কমেডি বাদশা কপিল শর্মার নতুন প্রজেক্ট 'মেগা ব্লগবাস্টার' যে ঠিক কেমন হতে চলেছে তা এখনও জানতে পারেননি ফ্যানেরা(Mega Blockbuster)৷ তবে এরই মাঝে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হল দীপিকা পাড়ুকোনের নামও ৷ তিনিও একটি পোস্ট শেয়ার করে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন ৷ শুক্রবার ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন সারপ্রাইজ(Deepika Padukone in Mega Blockbuster)৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অনুরাগীদের পরপর চমক দিয়ে আসছেন কপিল ৷ কয়েকদিন আগেই নিজের আগামী ছবি 'জুগাইতো'-র কথা ঘোষণা করেন তিনি ৷ শুধু তাই নয় 'কমেডি নাইট উইথ কপিল শর্মা'-র আগামী সিজনও শুরু হতে চলেছে সেপ্টেম্বরেই ৷ তাই ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে কপিল পর্দায় আসবেন তা দেখার জন্য় ৷ আর তারই মাঝে দীপিকার যোগদানের এই নতুন খবর দিয়েছেন কপিল(Deepika joins Kapil For Mega Blockbuster )৷
এবার কপিল যে পোস্টার শেয়ার করেছেন তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের ৷ কারণ পোস্টের ক্যাপশনে কপিল শুধু লিখেছেন,'এটা আমার ভক্তদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে ৷ 4 সেপ্টেম্বর আসছে ট্রেলার(Kapil Sharma New Project Mega Blockbuster)।'