পশ্চিমবঙ্গ

west bengal

Deepika Visits Cinema Hall: পাঠান দেখে কতটা আপ্লুত দর্শকরা ? দেখতে মুখ লুকিয়ে সটান সিনেমা হলে দীপিকা

By

Published : Jan 30, 2023, 6:30 PM IST

Updated : Jan 30, 2023, 8:13 PM IST

পাঠান (Pathaan Latest News) দেখে আপ্লুত দর্শকদের প্রতিক্রিয়া নিজে প্রত্যক্ষ করতে মুখ লুকিয়ে (Deepika Padukone hides face) সটান মুম্বইয়ের সিনেমা হলে চলে গেলেন দীপিকা পাড়ুকোন (Deepika Visits Cinema Hall)৷

Deepika Padukone ETV Bharat
দীপিকা পাড়ুকোন

মুম্বই , 30 জানুয়ারি: প্রথম সপ্তাহেই অভূতপূর্ব সফল 'পাঠান' (Pathaan Latest News)৷ শাহরুখ খানের এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ৷ দর্শকদের এই ভালোবাসা চাক্ষুস করার লোভ সামলাতে পারলেন না ফিল্মের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ পাঠান দেখে দর্শকরা কতটা আপ্লুত তা নিজে চোখে দেখতে মুখ লুকিয়ে তিনি হানা দিলেন মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে (Deepika Visits Cinema Hall)৷

মুখ লুকিয়ে সিনেমা হলে দীপিকা: রবিবার দীপিকা আচমকা চলে যান মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সিতে । কালো হুডিতে তাঁর মাথা ঢাকা (Deepika Padukone hides face)৷ মাস্কে ঢাকা মুখের বেশিরভাগটাই ৷ আম আদমির মতোই তিনি মিশে যেতে চেয়েছিলেন সাধারণ দর্শকদের মাঝে ৷ সেই কারণেই এই ছদ্মবেশ ৷

কালো হুডিতে নিজেকে আড়াল করার চেষ্টা: তবে ফাঁকি দিতে পারেননি পাপারাৎজিদের ৷ মুম্বইয়ের প্রেক্ষাগৃহে তাঁর ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিয়ো ঘুরছে ইন্টারনেটে ৷ সেখানে দেখা গিয়েছে, কালো পোশাকে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীপিকা ৷ তবে দ্রুতই প্রেক্ষাগৃহে ঘুরে সেখান থেকে বেরিয়ে যান 'বেশরম' স্টার ৷

সিনেমা হলে দীপিকা (ছবি সৌজন্য: সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড)

আরও পড়ুন:500 কোটির ব্যবসা সেরে ফেলল 'পাঠান', শাহরুখ-জ্বরে আক্রান্ত বিশ্ব

বক্স অফিসে রেকর্ড পাঠানের: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান চার দিনে বিশ্বব্যাপী 429 কোটি টাকা আয় করেছে ৷ রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এ কথা জানিয়েছে । জানানো হয়, "পাঠান তার চতুর্থ দিনে আরও 100 কোটি টাকা+ ছাড়িয়ে গিয়েছে ৷ এটি ভারতে ওই দিন নেট 53.25 কোটি টাকা (হিন্দি, সমস্ত ডাব সংস্করণ) ও ভারতের বাইরে 64 কোটি টাকা সংগ্রহ করেছে । প্রেস নোটে বলা হয়েছে, "চতুর্থ দিনে মোট 116 কোটি টাকা সংগ্রহ করেছে পাঠান ।" শুধু তাই নয়, শেষ পাওয়া খবরে জানা গিয়েছে 500 কোটির ব্যবসাও করে ফেলেছে পাঠান ৷

বাহুবলী 2-কেজিএফ 2-কে পেছনে ফেলে দিচ্ছে পাঠান: বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, চলচ্চিত্রটি এসএস রাজামৌলীর 'বাহুবলী 2' এবং যশ-অভিনীত 'কেজিএফ 2'কে পেছনে ফেলে দ্রুততম 250 কোটির ক্লাবে প্রবেশের পথে পা বাড়িয়েছে । দীপিকা ছাড়াও অ্যাকশন-স্পাই ফিল্মে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম । এই ছবিতে সুপারস্টার সলমন খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ৷

Last Updated : Jan 30, 2023, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details