পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepika Padukone Viral Video : দীপিকা পাড়ুকোন পেয়ে গেলেন 'এই দশকের সেরা উপহার', দেখুন ভিডিয়ো - deepika padukone gets best gift of the decade shares video

বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন জানালেন, এই দশকের সেরা উপহার'-টি সেরা উপহারটি পেয়ে গিয়েছেন তিনি (Deepika Gets Best Gift of The Decade) ৷ দেখে নিন কী সেই মহামূল্য উপহার ৷

Deepika Padukone News
দীপিকা পাড়ুকোন পেয়ে গেলেন 'এই দশকের সেরা উপহার', দেখুন ভিডিয়ো

By

Published : May 27, 2022, 1:11 PM IST

কানস, 27 মে :বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন জানালেন, এই দশকের সেরা উপহার'-টি সেরা উপহারটি পেয়ে গিয়েছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তিনি এই প্রথমবার জুরির সদস্য হয়েছেন কানস ফিল্ম ফেস্টিভ্যালে, প্রথমবার লুই ভিঁতোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ৷ হয়তবা এগুলোর কোনওটাকেই দশকের শ্রেষ্ঠ উপহার হিসাবে বেছে নেবেন তিনি ৷ তবে না, দীপিকার মত কিন্তু একেবারেই আলাদা ৷

সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যায় একটি হাত তাঁর দিকে এগিয়ে দিচ্ছে একটি খেলানা হাঁস ৷ তাঁকে জানানো হয়, এটা ছিল তাঁর গিফট কিন্তু এরপর ট্যাগটি সরাতেই সেটি কোয়াক কোয়াক আওয়াজ করতে শুরু করে কোয়াকিং ডাক-টি ৷ পুরো বিষয়টাতেই আসলে বোকা বনে যান দীপিকা ৷ এর ঠিক 48 ঘণ্টা পর দীপিকা তাঁর আসল উপহারটি পান ৷ আর সেটা ছিল একটা বিশাল চকোলেট ৷

আরও পড়ুন : মনের মতো কাজ পাচ্ছিলেন না মঞ্জুষা, দাবি পরিবারের

চকোলেট দেখেই ভীষণ উত্তেজিত হয়ে পড়েন দীপিকা ৷ তিনি বলেন, "এটা শুধু এই দিন বা সপ্তাহ বা মাসের সেরা উপহার নয় । এটা দশকের সেরা উপহার (Deepika Gets Best Gift of The Decade) !" এরপর দেখা যায় তাঁর কোলে এসে বসে পড়েন স্বামী রণবীর সিংও ৷ তিনি তাঁকেও জড়িয়ে নিয়ে বলেন, "আর এটা হল আমার আজকের ট্রফি ৷" তাঁদের এই কিউট ভিডিয়ো দেখে রীতিমত উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details