পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Deepika Flies in Economy Class: বক্স অফিসে দেদার সাফল্য পাঠানের, তবু সাধারণ যাত্রীদের সঙ্গেই বিমানে সওয়ার দীপিকা - বিমানের ইকনমি ক্লাসে দীপিকা

ইকোনমি-ক্লাসের বিমানে সফর করতে দেখা গেল বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে(Deepika Flies in Economy Class)। তাঁর এক ভক্ত সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷

Deepika Padukone
দীপিকা পাড়ুকোন

By

Published : Feb 16, 2023, 7:50 PM IST

Updated : Feb 16, 2023, 11:07 PM IST

মুম্বই, 16 ফেব্রুয়ারি: স্মার্টফোনের যুগে ক্যামেরাকে এড়ানো খুবই কঠিন তারকাদের পক্ষে ৷ সম্প্রতি একটি ইকোনমি-ক্লাসের বিমানে দেখা গিয়েছে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে । তাঁর এক ভক্তের সৌজন্যে এখন ইন্টারনেটে ঘুরছে বিমানে দীপিকার ভিডিয়ো (Deepika Flies in Economy Class)৷ সেই ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত 'বেশরম' অভিনেত্রীর ভক্তরা ৷

টুইটারে দীপিকা পাড়ুকোনের ফ্যান ক্লাবগুলির একটি পোস্টে দেখা গিয়েছে, বিমানে সামনের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন 'পাঠান' অভিনেত্রী । তাঁর পরনে একটি উজ্জ্বল কমলা জ্যাকেট ৷ আর মাথায় টুপি ৷ আর চোখে রোদচশমা ৷ তিনি যখন সামনের দিকে যাচ্ছিলেন, তখন একজন ভক্ত তাঁকে অভ্যর্থনা জানিয়ে বলেন, "হাই দীপিকা"। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি ৷

দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী একটি ইকোনমি ক্লাসের বিমানে সফর করছেন, এই ছবি তাজ্জব করেছে তাঁর ভক্তদের ৷ অনেকেই বলছেন, তিনি খুবই ডাউন-টু-আর্থ ৷ আবার কেউ বলেছেন, এটা দীপিকার দ্বারাই সম্ভব ৷ একই ফ্যান পেজে শেয়ার করা অন্য একজন ভক্তের পোস্টে বলা হয়েছে, একটি বিমানবন্দরে দীপিকার সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের কথা । সেই ভক্ত দীপিকার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, "খুব বন্ধুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর ৷ আপনি রানি দীপিকাকে যেমনটা কল্পনা করেন ঠিক তাই...৷"

আরও পড়ুন:যশ-নুসরতের সঙ্গে এবার একই ছবিতে ঋতুপর্ণা, ত্রয়ীর জুটিতে আসছে 'শিকার'

এর আগেও, আচমকা একটি প্রেক্ষাগৃহে চলে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিলেন অভিনেত্রী ৷ পাঠান দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া তা নিজে চাক্ষুস করতে চেয়েছিলেন তিনি ৷ সে জন্যই দর্শকের ভিড়ে মিশে গিয়ে চলে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে ৷ যদিও ক্যামেরার নজর এড়াতে পারেননি ৷

'পাঠান'-এর সুপার-ডুপার সাফল্যে বেশ ফুর্তিতে রয়েছেন অভিনেত্রী ৷ ইতিমধ্যেই 'ফাইটার'-এর শুটিং শুরু করেছেন তিনি । এই ফিল্মে তাঁকে প্রথমবার হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে । সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'ফাইটার'-এ তিনি ছাড়াও থাকবেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুর ৷ সামনের বছর 25 জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷

Last Updated : Feb 16, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details