মুম্বই, 5 জানুয়ারি:বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের আজ 37তম জন্মদিন(Deepika Padukone first look from Project k) ৷ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশকিছু পরিচিত মুখ ৷ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বাদশা কিং খানও ৷ এবার রণবীর-পত্নীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ফার্স্ট লুক পোস্টার রিলিজ করল 'প্রজেক্ট কে' ছবির নির্মাতারা ৷ এই ছবিতে দীপিকা জুটি বাঁধতে চলেছেন বিগ বি অমিতাভ বচ্চন এবং বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে (Deepika Padukone Pan India Movie Project k) ৷
ছবির নির্মাতারা এদিন এই পোস্টারটি শেয়ার করে লিখেছেন, 'জন্মদিনে আমাদের দীপিকা পাড়ুকোনকে অনেক অভিনন্দন, শুভ জন্মদিন'(Deepika Padukone 37th Birthday)। পোস্টারে অবশ্য় দীপিকার মুখ সামনে আনা হয়নি ৷ তবে তাঁর চরিত্রটি যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বোঝা গিয়েছে তাঁর চেহারা দেখে ৷ পোস্টারে নতুন ভোরের ব্য়াকগ্রাউন্ডে পিছন থেকে দীপিকার ছবিটি শেয়ার করা হয়েছে (Deepika Padukone Project k first look) ৷ ছবির চরিত্র নিয়ে লিখতে গিয়ে পোস্টারে লেখা হয়েছে, 'অন্ধকারে আশার একটি কিরণ ৷'